সংবাদ
১১ই আগস্ট ১৯৫৮
নাটোর আওয়ামী লীগ নির্বাচন
হট্টোগলের মধ্যে পরিসমাপ্ত
সংবাদদাতা প্রেরিত
রাজশাহী, ৮ই আগস্ট।-আওয়ামী লীগের সুত্রে প্রাপ্ত খবরে প্রকাশ, বিগত ১লা আগস্ট বিরাট হট্টগােলের মধ্য দিয়া নাটোর মহাকুমা আওয়ামী লীগের নির্বাচনের পরিসমাপ্তি ঘটে। জানা গিয়াছে যে, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক জনাব মুজিবুর রহমান এম পি এ তাঁহার নিজের নেতৃত্বে কোটারী কমিটি গঠনের উদ্দেশ্যে উক্ত নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বীদলের নেতা জনাব কানচন উদ্দিন এম পি এ কে সমর্থন দান করিতে চাহিলেই গণ্ডগােলের সূত্রপাত হয়। ফলে জনাব মুজিবর রহমানের মতলব ভেস্তে যায় এবং কাউন্সিলারদের নিকট নাজেহাল হইয়া তিনি নির্বাচন স্থান ত্যাগ করিয়া কাটিয়া পড়েন। আওয়ামী লীগের অপর এক মহলের খবরে প্রকাশ, আগামী ২৪শে আগস্ট তারিখে নাটোর মহাকুমা কমিটির নির্বাচনের তারিখ পুনরায় ধার্য করা হইয়াছে। তবে ঘটনাস্রোত কোন দিকে গিয়া দাঁড়ায় তাহা বলা কঠিন।
এখানে আরও উল্লেখ করা যাইতে পারে যে, গত ১৯শে জুলাই তারিখে অনুষ্ঠিত রাজশাহী সদর মহাকুমা আওয়ামী লীগের নির্বাচনও হৈ চৈ’র মধ্যে শেষ হয়। মােট ৬ জন কাউন্সিলারের মধ্যে নির্বাচনী সভায় উপস্থিত ৩২ জন সদস্য স্বল্পকালীন সময়ে নির্বাচনের নােটিশ দানও অন্যান্য গঠনতন্ত্রে বিরােধী কার্যকলাপের প্রতিবাদে সভাকক্ষ ত্যাগ করিয়া চলিয়া যান।