You dont have javascript enabled! Please enable it! 1958.07.26 | শেখ মুজিবরের ঢাকা প্রত্যাবর্তন- দলীয় শক্তি নিরূপণকল্পে পরিষদের জরুরী অধিবেশন আহ্বানের দাবী | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
২৬শে জুলাই ১৯৫৮
শেখ মুজিবরের ঢাকা প্রত্যাবর্তন
দলীয় শক্তি নিরূপণকল্পে পরিষদের জরুরী অধিবেশন আহ্বানের দাবী

ঢাকা; ২৪শে জুলাই (এপিপি)
আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক দলের নেতৃত্বে গঠিত প্রতিদ্বন্দ্বী কোয়ালিশন পার্টিদ্বয়ের শক্তি নিরূপণ কল্পে প্রাদেশিক পরিষদের এক জরুরি অধিবেশন আহ্বান করার জন্য প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান অদ্য প্রস্তাব করেন। অদ্য করাচী হইতে প্রত্যাবর্তন করিয়া তিনি সাংবাদিকদের বলেন জনাব আবু হােসেন সরকারের মন্ত্রিসভাকে পরাজিত করিয়া আওয়ামী লীগ পরিষদে তাহার শক্তি ভাল রূপেই প্রদর্শন করিয়াছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পূর্ব পাকিস্তানের প্রতিদ্বন্দী কোয়ালিশন পার্টিদ্বয়ের শক্তি নিরূপনের জন্য একটি কেবিনেট মিশন প্রেরণ করিতেছেন বলিয়া যে। সংবাদ প্রকাশিত হইয়াছে, উহার সম্পর্কে মত প্রকাশের জন্য বলা হইলে শেখ মুজিবর রহমান বলেন, তিনি তাহা বিশ্বাস করেন না। তিনি বলেন, পরিষদই হইতেছে দলীয় শক্তি নিরূপনের একমাত্র স্থান। কিন্তু কেহ যদি উক্ত শাসনতান্ত্রিক রেওয়াজ ভঙ্গ করেন। তবে এক দিন না এক দিন তাহাকে উহার ফল ভােগ করিতে হইবে।
আওয়ামী লীগ সম্পাদক প্রস্তাবিত ইরাণ পাকিস্তান কনফেডারেশন গঠনের উদ্যোগের তীব্র বিরােধিতা করিয়া বলেন, পুর্ব পাকিস্তানের জনতা সর্বশক্তি লইয়া উহা। প্রতিরােধ করিবে। পূর্ব পাকিস্তানকে সংখ্যালঘু প্রদেশে পরিণত করার জন্য উহা একটি ষড়যন্ত্র মাত্র।