You dont have javascript enabled! Please enable it! 1958.07.16 | ন্যাপ-আওয়ামী লীগ সমঝােতা অভিনন্দিত- বেগমগঞ্জ আওয়ামী লীগের সভায় প্রস্তাব গ্রহণ | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১৬ই জুলাই ১৯৫৮
ন্যাপ-আওয়ামী লীগ সমঝােতা অভিনন্দিত
বেগমগঞ্জ আওয়ামী লীগের সভায় প্রস্তাব গ্রহণ

সংবাদদাতার তার
নােয়াখালী, ১৪ই জুলাই। সম্প্রতি চৌমােহনী পাবলিক ইন্সটিটিউট হলে মহকুমা আওয়ামী লীগের সেক্রেটারী জনাব নুরুল হকের সভাপতিত্বে বেগমগঞ্জ থানা আওয়ামী লীগের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জনাব নুরুল আলমকে সভাপতি এবং মােহাম্মদ আক্কাসকে সম্পাদক করিয়া একটি কমিটি গঠিত হয়। সম্মেলনে প্রদেশে ১৯৩ ধারা জারীর নিন্দা করিয়া এবং অবিলম্বে প্রদেশের বুক হইতে উহা প্রত্যাহার করার দাবী জানান হয়। অপর এক প্রস্তাবে জনাব আতাউর রহমান খানের নেতৃত্বে প্রদেশে পার্লামেন্টারী শাসন প্রবর্তনের দাবী করা হয়। ১৯৫৮ সালের নভেম্বর মাসের পরিবর্তে ১৯৫৯ সালে যুক্ত নির্বাচনের ভিত্তিতে দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবী জানানাে হয়। অপর এক প্রস্তাবে ন্যাপ সম্পাদক জনাব মাহমুদ আলী এবং আওয়ামী লীগ সম্পাদক জনাব শেখ মুজিবর রহমানের মধ্যে যে প্রকাশিত দলিল সমঝােতা হয়, উহার জন্য তাহাদিগকে অভিনন্দিত করা হয়।
সম্মেলনে অনাবৃষ্টি প্রপীড়িত জনসাধারণকে পৰ্যাপ্ত পরিমাণে সাহায্য দানের দাবী জানানাে হয়।