দৈনিক মিল্লাত
১০ই জুলাই ১৯৫৮
কেন্দ্রীয় মন্ত্রিসভায় আওয়ামী লীগের যোগদানের গুজব অস্বীকার
আওয়ামী নেতা শেখ মুজিবরের স্পষ্ট ঘােষণাঃ
প্রেসিডেন্ট শাসন প্রবর্তনের তীব্র নিন্দা
করাচী, ৯ই জুলাই- পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান অদ্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় আওয়ামী লীগের যােগদানের গুজব অস্বীকার করেন। এই ধরনের গুজবের উপর মন্তব্য করিতে বলা হইলে অদ্য এখানে তিনি বলেন যে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় যােগদান না করার জন্য পূর্ববর্তী সিদ্ধান্ত আওয়ামী লীগ পুনর্বিবেচনা করিতেছে না। জনাব মুজিব বলেন যে, ইহার জন্য কোন সুযােগ সৃষ্টি হইয়াছে বলিয়াও আমি মনে করি না।
বর্তমানে আওয়ামী লীগ কেন্দ্রে রিপাবলিকান সরকারকে সমর্থন করিলেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় যােগদান করে নাই। পূৰ্ব্ব পাক আওয়ামী লীগ সেক্রেটারী অবশ্য বলেন যে, পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগকে সরকার গঠনার্থে আহ্বান না করার কেন্দ্রীয় মন্ত্রিসভাকে নিন্দা না করিয়া আমরা পারি না।
তিনি অভিযােগ করেন যে, সংখ্যাগরিষ্ঠের সমর্থন থাকা সত্ত্বেও জনাব আতাউর রহমানকে মন্ত্রিসভা গঠনের সুযােগ দেওয়া হইতেছে না। জনাব মুজিব পূৰ্ব্ব পাকিস্তানে প্রেসিডেন্ট শাসন প্রবর্তনের নিন্দা করেন। -এ, পি, পি.