You dont have javascript enabled! Please enable it! 1958.07.06 | রাজনীতি বিসর্জন দিয়া আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত থাকিতে চাহে না পল্টনের জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক ষড়যন্ত্রকারীদের মুখােশ উন্মােচন | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
৬ই জুলাই ১৯৫৮
রাজনীতি বিসর্জন দিয়া আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত থাকিতে চাহে না
পল্টনের জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক ষড়যন্ত্রকারীদের মুখােশ উন্মােচন
জনাব মনসুর আলী কর্তৃক আওয়ামী লীগের সংগ্রামী ভূমিকা বিশ্লেষণ

প্রদেশে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে ১৯৩ ধারা প্রবর্তনের প্রতিবাদে গত শুক্রবারে পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান বলেনঃ “আওয়ামী লীগ নীতিতে বিশ্বাসী। কাজেই নীতি বিসর্জন দিয়া আওয়ামী লীগ ক্ষমতা আঁকড়াইয়া রাখিতে চাহে না।” তিনি জনাব সােহরাওয়ার্দীর পদত্যাগের পর হইতে পূর্ব পাকিস্তানে আওয়ামী কোয়ালিশন পার্টিকে ক্ষমতাচ্যুত করার জঘন্য ও চক্রান্তমূলক ষড়যন্ত্রের মুখােশ উন্মোচন করেন এবং ক্ষমতাসীন থাকাকালে আওয়ামী লীগের সাফল্য বর্ণনা করেন। প্রাদেশিক পরিষদে আওয়ামী কোয়ালিশন দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও প্রদেশে প্রেসিডেন্টের শাসন প্রবর্তনের প্রতিবাদে গত শুক্রবার আওয়ামী লীগের উদ্যোগে ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত বিরাট এক জনসভায় প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শেখ মুজিবুর রহমান এবং প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী জনাব মনসুর আলী যে বক্তৃতা করেন, উহা নিম্নে প্রকাশ করা হইল …