সমাজতন্ত্রের পথে বাংলাদেশ
24 ঘণ্টার মধ্যে শতাধিক শিল্প সংস্থা রাষ্ট্রায়ত্ত
মাত্র 24 ঘণ্টার মধ্যে বাংলাদেশ সরকার 22 টি চা বাগান এবং 19 টি সূতাকলের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়ে যে নজীর সৃষ্টি করলেন তা সমাজতান্ত্রিক দেশের ইতিহাসে অভূতপূর্ব। তাছাড়া ওই একই দিনে তারা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংকের দায়িত্বভার গ্রহণ করেছেন। বাংলাদেশ সরকার নিজস্ব একটি জাহাজ কর্পোরেশন গঠন করেছেন। দেশের চা শিল্প এবং কাপড়ের কল রাষ্ট্রায়ত্ত করেছেন বলে জানা গেছে। এছাড়া আজ আরও ১০০ টি শিল্প সংস্থা রাষ্ট্রায়ত্ত করা হয়েছে বলে জানা গেছে।
Reference:
দৈনিক যুগান্তর, ১ জানুয়ারি ১৯৭২