You dont have javascript enabled! Please enable it!

আজাদ
৮ই এপ্রিল ১৯৫৮
আওয়ামী লীগের আপােষ ফরমুলা
তাৎপৰ্য্য সম্পর্কে পৰ্যবেক্ষক মহলের অভিমত

আজাদের রাজনৈতিক সংবাদদাতা
দুইদিনব্যাপী বৈঠকের পর আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি শেষ পর্যন্ত গত রবিবার অপরাহ্নে দলের দুই গ্রুপের মতানৈক্য দূরীকরণের ব্যাপারে এক আপােষ ফরমূলায় উপনীত হইতে সমর্থ হইয়াছে। এই ফরমূলা দ্বারা বিরােধ আপাততঃ দূরীভূত হইলেও রাজনৈতিক মহল মনে করেন যে, ইহা দ্বারা কোন স্থায়ী সমাধান হইবে না। দুইজন আওয়ামী লীগ মন্ত্রীর বিরুদ্ধে অযােগ্যতা ও দলীয় স্বার্থের প্রতি অবহেলার অভিযােগ আনয়ন করায় সম্প্রতি এই বিরােধ তীব্র আকার ধারণ করে। শেখ মুজিবর রহমানের নেতৃত্বে দলের একটি প্রভাবশালী গ্রুপ এই অভিযােগ আনয়ন করায় দলের পার্লামেন্টারী পার্টির নেতা ও জেনারেল সেক্রেটারীর মধ্যে সম্পর্কের যথেষ্ট অবনতি ঘটে। গত রবিবার যে আপােষ ফরমূলা উদ্ভাবিত হইয়াছে, তাহাতে মূলতঃ জনাব সােহরওয়ার্দীর ব্যক্তিগত জয় সূচিত হইলেও এতদ্বারা দলের আভ্যন্তরীণ বিরােধের অবসান হইল বুঝায় না। পৰ্যবেক্ষক মহল মনে করেন যে, জনাব মুজিবর রহমানের। বিদেশ হইতে প্রত্যাবর্তনের পর জনাব আতাউর রহমানের সহিত তাহার বিরােধ। পুনরায় চাড়া দিয়া উঠিতে পারে। ঢাকা আগমনের পর হইতে জনাব সােহরওয়ার্দী দলের মধ্যে সমঝােতার জন্য যে কঠোর পরিশ্রম করিয়াছেন, একটি ঘটনা হইতেই তাহা জানা যাইবে। প্রকাশ, আওয়ামী লীগ সদস্যদের সভায় বক্তৃতা প্রসঙ্গে জনাব সােহরাওয়ার্দী সদস্যদের উদ্দেশ করিয়া বলিয়াছেন যে, আপনারা কি করেন যে, দলের সংহতি বজায় জন্য আমি দলের হুইপ হিসাবে চিন্তা করিব? দলের আভ্যন্তরীণ বিষয় ছাড়া আওয়ামী লীগের বর্তমানে অন্য একটা সমস্যা হইতেছে, প্রাদেশিক পরিষদের ন্যাশনাল আওয়ামী লীগ সমর্থনের উপর নির্ভরশীল হইয়া দল হিসাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করিয়া নিয়ত উদ্বেগের মধ্যে জনগণের হাত হইতে রক্ষা পাওয়া। মন্ত্রী পদপ্রার্থীদের মন্ত্রিত্বের লােভ দিয়া ঝুলাইয়া রাখার প্রতারিত কৌশল দ্বারা উপরােক্ত সমস্যার সমাধানের চেষ্টা করা হইবে মনে হয়। আগামী বাজেট অধিবেশনের পূর্ব পৰ্য্যন্ত কৌশল অবলম্বন হইতে পারে। ৩০শে জুনের মধ্যে নির্বাচনে পাশ করাইবার পর দুইজন মন্ত্রী করা হইতে পারে। তবে ঐ সময় মন্ত্রিত্ব প্রার্থী পাওয়া যাইবে কিনা সন্দেহ।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!