You dont have javascript enabled! Please enable it!

আজাদ
১১ই এপ্রিল ১৯৫৮
শেখ মুজিবের বিদেশ সফর
আজিজুর রহমানের সমালােচনা

ঢাকা, ০৯ এপ্রিল পূর্ব পাকিস্তান মােছলেম লীগের জেনারেল সেক্রেটারী জনাব শাহ আজিজুর রহমান নিমােক্ত বিবৃতি প্রদান করিয়াছেনঃ । সরকারী অতিথি হিসাবে শেখ মুজিবর রহমানের যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার সংবাদে দল-মত নির্বিশেষে প্রত্যেক দেশভক্ত পাকিস্তানী নাগরিক বিক্ষুব্ধ না হইয়া পারে না। শেখ মুজিবুর রহমান এই সম্মান লাভের এবং বিদেশে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার উপযুক্ত পাত্র কিনা সেই সম্পর্কে আমি কোন মন্তব্য করিতে চাহি না। আমি জানিয়া আশ্বস্ত হইলাম যে, শেখ সাহেব মার্কিন ও বৃটিশ শ্রোতাদের নিকট শুধু আওয়ামী লীগের নীতি ব্যাখ্যা করিবেন। কিন্তু বুদ্ধিজীবী বৃটিশ ও মার্কিন শ্রোতাদের নিকট আওয়ামী লীগের জটিল নীতি ব্যাখ্যা করিতে হইলে শেখ মুজিবর রহমানের অবশ্যই একজন ভাল দোভাষীর সাহায্য লওয়া দরকার।
শেখ সাহেব দৌত্যের ভূমিকা গ্রহণ করিলেও প্রকৃতপক্ষে পাকিস্তানের উপর আওয়ামী লীগের মারফৎ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকারের দৃঢ় আধিপত্য বজায় রাখার ব্যাপারে সংশ্লিষ্ট দুইটি দেশকে সাহায্য করিতে হইলে তাহাকে (শেখ সাহেবকে) যথেষ্ট ট্রেনিং গ্রহণ করিতে হইবে। উক্ত দুইটি বৈদেশিক রাষ্ট্রের মধ্যে একমাত্র আওয়ামী লীগের মাধ্যমেই তাঁহারা পাকিস্তানের উপর নিজ আধিপত্য রাখার আশা পােষণ করেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!