দৈনিক ইত্তেফাক
২৭শে ফেব্রুয়ারি ১৯৫৮
পত্রিকা বিশেষের মিথ্যা প্রচারণা
শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিবাদ জ্ঞাপন
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবুর রহমান সংবাদপত্রে নিম্নোক্ত বিবৃতি দিয়াছেনঃ
“গত ২৬শে ফেব্রুয়ারী দৈনিক পাকিস্তান অবজারভারে প্রকাশিত ‘ইউনিয়ন বাের্ডে আওয়ামী লীগের পরাজয়’ শীর্ষক একটি সংবাদের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হইয়াছে। সংবাদটি ইউ, পি, পি কর্তৃক পরিবেশিত। উক্ত সংবাদে বলা হইয়াছে, জনৈক আওয়ামী লীগ দলীয় এম,পি,এ’র পরাজয়ে বগুড়ার বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হইয়াছে। ইনি হইতেছেন খান সাহেব জসীমউদ্দীন আহমদ এম,পি,এ। তিনি ইউনিয়ন বাের্ডের নির্বাচনে নিজের ইউনিয়নেই পরাজিত হইয়াছেন।’ সংবাদটি আসলে সত্য নহে। উহা উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর। কারণ বগুড়ার খান সাহেব জসীমউদ্দীন আহমদ নামে কোন এম,পি এ নাই। তবে বগুড়ায় জনাব জসিরুদ্দীন নামে একজন এম, পি,এ আছেন। কিন্তু তিনি কখনও আওয়ামী লীগে ছিলেন না। তিনি কে এস,পি’র একজন সদস্য ছিলেন। কিছুকাল পূর্বে উক্ত প্রতিষ্ঠান ত্যাগ করিয়া তিনি কোয়ালিশন সরকারকে সমর্থন করিতে শুরু করিয়াছেন। “আমি মনে করি, কোন সংবাদ প্রচার করার পূর্বে সংবাদপত্রগুলির উহা পরীক্ষা ও উহার সত্যতা যাচাই করিয়া দেখা উচিত। নতুবা উহা সংশ্লিষ্ট সংবাদপত্রের সুনাম নষ্ট করিবে।”