You dont have javascript enabled! Please enable it!

আজাদ
১৩ই মার্চ ১৯৫৮
আওয়ামী প্রার্থীদের শােচনীয় পরাজয়
ফরিদপুরে ইউ বি নির্বাচনে লীগ প্রার্থীদের সাফল্য

গােপালগঞ্জ (ফরিদপুর), ৭ই মার্চ। -গােপালগঞ্জ মহকুমার ইউ, বি, নির্বাচনে আওয়ামী প্রার্থীগণ সর্বত্র শােচনীয়ভাবে পরাজিত হইয়াছেন বলিয়া সংবাদ পাওয়া যাইতেছে। গােপালগঞ্জ মহকুমা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারী জনাব সেরাজুল হক মিঞা ওরফে নতুন মিঞা উরফি ইউনিয়নের মােছলেম লীগ প্রার্থী জনাব ইউছুফ আলি খানের নিকট বিপুল ভােটে পরাজিত হইয়াছেন এবং প্রকাশ তাহার জামানত নাকি বাজেয়াফত হইয়াছে।
শুকতাইল ইউনিয়নে মােছলেম লীগ প্রার্থী জনাব রজব আলী মিঞার নিকট আওয়ামী লীগের বিশেষ প্রতাপশালী প্রার্থী জনাব সেরাজুল হক মােল্লা ওরফে কুটি কালা মিয়া বিপুল ভােটে পরাজিত হইয়াছেন এবং তাহার জামানত বাজেয়াফত হইয়াছে বলিয়া। সংবাদ পাওয়া গিয়াছে।
বাতেল ফরিদপুর জেলা বাের্ডের সদস্য, জেলা আওয়ামী লীগ নেতা জনাব আবদুল হক বিপুল ভােটে পরাজিত হইয়াছেন। কোটালী পাড়া থানার পিনজুরা ইউনিয়নে জনাব কাজী বেলায়েত হােসেন (প্রাদেশিক আওয়ামী লীগ সম্পাদক জনাব শেখ মুজিবর রহমানের ঘনিষ্ঠ আত্মীয়) বিপুল ভােটে পরাজিত হইয়াছেন। মহকুমার বিভিন্ন ইউনিয়ন বাের্ড প্রেসিডেন্ট নির্বাচনে কয়েকজন হিন্দু ব্যতীত মােছলেম লীগ প্রার্থীই প্রতি ইউনিয়নে জয়লাভ করিয়াছেন। প্রকাশ, কোন আওয়ামী লীগ প্রার্থী মহকুমার কোথাও হইতে জয়লাভ করিতে পারে নাই।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!