You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
১৫ই মার্চ ১৯৫৮
জাহাজ বন্টনে পূর্ব পাকিস্তানের প্রতি অবিচারের অভিযােগ
শেখ মুজিবুর কর্তৃক প্রধানমন্ত্রীর প্রতি সংখ্যাসাম্য পালনের দাবী

প্রাদেশিক আওয়ামী লীগ সম্পাদক শেখ মুজিবুর রহমান গতকল্য (শুক্রবার) এক বিবৃতি প্রসঙ্গে জাহাজ কোম্পানীগুলাের মধ্যে জাহাজ বরাদ্দের ব্যাপারে পূর্ব পাকিস্তানের প্রতি অনুষ্ঠিত অবিচারের প্রতিবাদ করেন। এই প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর প্রতি সংখ্যাসাম্য নীতির দিকে লক্ষ্য রাখার অনুরােধ করেন এবং প্রস্তাবিত ৯ খানি জাহাজের মধ্যে অন্তত ৪ খানা পূর্ব পাকিস্তানী কোম্পানীগুলিকে দেয়ার অনুরােধ জানান।
বিভিন্ন জাহাজ কোম্পানী যে ৯টি জাহাজ ক্রয় করিতেছেন, কিভাবে উহা বরাদ্দ করা হইবে সে সম্পর্কে কেন্দ্রিয় সরকার শীঘ্রই সিদ্ধান্ত গ্রহণ করিতেছেন। জানা গিয়াছে, এই ৯টি জাহাজের মধ্যে ৬টিই পাইবেন পশ্চিম পাকিস্তানী জাহাজ কোম্পানীসমূহ। ইহার ফল এই হইবে যে, পূর্ব পাকিস্তানের জাহাজ কোম্পানীসমূহ পাকিস্তানের উপকূল বাণিজ্যেরও কোন অংশ পাইবেন না। পূর্ব পাকিস্তানের জনসাধারণ যে এই অবিচার বিনা প্রতিবাদে মানিয়া নিবে না, সে সম্পর্কে আমি নিশ্চিত। কেন্দ্রীয় সরকারের নিকট আমার আবেদন এই যে, তাহারা যেন এ ধরনের কোন পক্ষপাতপূর্ণ আচরণ না করেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!