দৈনিক ইত্তেফাক
১৬ই নভেম্বর ১৯৫৭
আগামীকল্য আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির বৈঠক
প্রাদেশিক আওয়ামী লীগ অফিস হইতে জানান হইয়াছে যে, অদ্য (শনিবার) ২০, কোতােয়ালী রােডে আওয়ামী লীগ পার্লামেন্টারী বাের্ডের যে বৈঠক হওয়ার কথা ছিল, উক্ত বৈঠক আগামীকল্য (রবিবার) সন্ধ্যা সাতটায় জনাব শেখ মুজিবুর রহমানের বাসভবনে অনুষ্ঠিত হইবে।