আজাদ
৯ই ডিসেম্বর ১৯৫৭
আওয়ামী লীগ একা সংগ্রাম করিবে
সৰ্ব্বদলীয় কমিটি সম্পর্কে শেখ মুজিব
ঢাকা ৮ই ডিসেম্বর।- পূৰ্ব্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবর রহমান অদ্য নিম্নোক্ত বিবৃতি প্রদান করিয়াছেনঃ
তথাকথিত ‘সৰ্ব্বদলীয় যুক্ত নির্বাচন সংগ্রাম পরিষদ গঠন লইয়া কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হইয়াছে বলিয়া মনে হইতেছে। আশ্চর্যের বিষয় যে, কেবলমাত্র ‘ন্যাপ’ এবং হামিদুল হক চৌধুরী কে, এস, পি উক্ত কমিটি গঠনে সহযােগিতা করিয়াছে। ইহা কি নির্বোধের কাজ হয় নাই যে, উক্ত তথাকথিত সৰ্ব্বদলীয় কমিটি গঠনের উদ্যোক্তা ন্যাপ সদস্যগণ গত কয়েকদিনের মধ্যে ঢাকায় কিছুই করেন নাই; তাহারা শুধু গুটি কয়েক মফঃস্বল এলাকায় সামান্য শােভাযাত্রা প্রদর্শন করিয়াছেন। আওয়ামী লীগ তাহার নিজেদের উদ্যোগেই ইহা দেখাইয়া দিয়াছে যে, পূর্ব পাকিস্তানের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনসাধারণ যুক্ত নির্বাচনের পক্ষপাতী এবং ভবিষ্যতেও আমরা একাকী এইভাবে কাজ করিয়া যাইব। উক্ত সংগ্রাম কমিটির সহিত আমাদের কোনই সম্পর্ক নাই। আওয়ামী লীগ, কংগ্রেস, ইউনাইটেড প্রােগ্রেসিভ পার্টি, তফসিলী ফেডারেশন যুবলীগ এবং ছাত্রলীগ প্রভৃতি প্রতিষ্ঠানের কেহই উক্ত কমিটির সহিত সহযােগিতা করিতেছে না। আমি আশা করি কমিটির আহবায়ক জনাব মাহমুদ আলী উক্ত কমিটির ‘সৰ্ব্বদলীয় নাম প্রত্যাহার করিয়া দ্বিদলীয় কমিটি নামকরণ করিবেন।‘ন্যাপের উদ্দেশ্য হইতেছে যুক্ত নির্বাচনের জন্য জনসাধারণের সংগ্রামের ফল নিজেদের কাজে লাগানাে, অথচ ফল নিজেদের কাজে লাগানাে, এই ব্যাপারে তাহারা কিছুই করে নাই। তাহাদের এই চালাকী উপলব্ধি করার ক্ষমতা জনসাধারণের আছে। আওয়ামী লীগ চিরাচরিত অভ্যাস অনুযায়ী একাকী সংগ্রাম করিয়া যাইবে। এপিপি