You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
১০ই নভেম্বর ১৯৫৭
যুক্ত নির্বাচনের সমর্থনে পল্টনে জনসভা
আওয়ামী লীগ কেন্দ্রীয় দফতর কর্তৃক ১৫ই নভেম্বর দিন ঘােষণা

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ কেন্দ্রীয় দফতর হইতে গতকল্য (শনিবার) রাত্রিতে প্রকাশিত এক ইশতেহারে বলা হয় যে, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১৫ই নভেম্বর অপরাহ্ন ৪টায় পল্টন ময়দানে যুক্ত নির্বাচনের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হইবে। মওলানা আবদুর রশিদ তর্কবাগীশ, জনাব আতাউর রহমান খান, শেখ মুজিবুর রহমান এবং আরও অনেকে সভায় বক্তৃতা করিবেন। সকলকে দলে দলে যােগদানের জন্য অনুরােধ করা হইয়াছে।
প্রসঙ্গক্রমে উল্লেখ করা যাইতে পারে যে, গত পরশু (৮ই নভেম্বর) ঢাকা স্টেডিয়ামে অষ্টম জাতীয় ফুটবল প্রতিযােগিতার ফাইনাল খেলা থাকায় জনসাধারণ এবং কর্মীদের অনুরােধক্রমে পৃথক নির্বাচনের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্তৃক আহুত প্রতিবাদ সভা স্থগিত রাখা হয়। কিন্তু ইহাকে উপলক্ষ্য করিয়া কায়েমী স্বার্থের বাহন মর্ণিং নিউজ ও তাঁবেদার ‘আজাদ’ গতকল্য (শনিবার) প্রকাশিত খবরে বুঝাইবার চেষ্টা করা হইয়াছে যে, আওয়ামী লীগ ফুটবল খেলার অজুহাত দেখাইয়া সভা বন্ধ রাখেন। উক্ত পত্রিকা দুইটিতে এবং বিশেষভাবে ‘আজাদ’-এ বলা হইয়াছে:-“সভার অব্যবহিত পূর্বে জাতীয় ফুটবল প্রতিযােগিতার ফাইন্যালের অজুহাতে সভা বন্ধ। করিয়া দেওয়া হয়।” কিন্তু প্রকৃত বিষয় হইল যে, আওয়ামী লীগের প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারী উভয়েই মফস্বলে ছিলেন। গত পরশু (৮ই নভেম্বর) ঢাকা পৌছিয়াই সকাল আটটায় সভা স্থগিতের নির্দেশ দেন এবং আওয়ামী লীগ কর্মীরা তখনই বিভিন্ন মহল্লায় মাইকযােগে সভা স্থগিতের কথা প্রচার করে। সংবাদপত্রসমূহ ও রেডিও অফিসেও সকাল বেলাতেই সংবাদ প্রেরণ করা হয়। কাজেই, কায়েমী স্বার্থের বরাবরের এই বাহন দুটি যে উদ্দেশ্যমূলক প্রচারণার জন্য অসত্যের আশ্রয় লইয়াছে তাহাতে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!