You dont have javascript enabled! Please enable it! 1957.10.31 | গুরুত্বপূর্ণ উপনির্বাচন মারফত পূর্ব পাকিস্তানের ভাগ্য পরীক্ষার প্রস্তুতি | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
৩১শে অক্টোবর ১৯৫৭
গুরুত্বপূর্ণ উপনির্বাচন মারফত পূর্ব পাকিস্তানের ভাগ্য পরীক্ষার প্রস্তুতি
আওয়ামীলীগ কর্তৃক দুইটি কেন্দ্রে প্রার্থী মনােনয়ন সমাপ্ত
সিরাজগঞ্জে ডাঃ বশিরুদ্দীন ও মাদারীপুরে ডাঃ মওলা মনােনীত

স্টাফ রিপাের্টার
কেন্দ্রে জনাব সােহরাওয়ার্দী বাধ্যতামূলক পদত্যাগের পর লীগ-রিপাব্লিকান কোয়ালিশন মন্ত্রিসভা কার্যভার গ্রহণ করার সঙ্গে সঙ্গে জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানকে সংখ্যালঘুতে পরিণত করার জন্য সর্বজনস্বীকৃত যুক্ত নির্বাচন প্রথার পরিবর্তন করিয়া স্বতন্ত্র নির্বাচন চাপাইয়া দেওয়ার জন্য করাচীতে যে পাঁয়তারা চলিতেছে, পূর্ব পাকিস্তানের আসন্ন উপনির্বাচনে প্রদেশবাসী দ্ব্যর্থহীন ভাষায় তাহার যােগ্য জবাব দিতে চলিয়াছে। আসন্ন উপনির্বাচনের এই অসীম গুরুত্বের উপর লক্ষ্য রাখিয়া প্রাদেশিক আওয়ামী লীগ গতকল্য (বুধবার) তাহাদের প্রার্থী মনােনয়ন সমাপ্ত করিয়াছেন। গতকল্য মওলানা আবদুর রশিদ তর্কবাগীশের সভাপতিত্বে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ পার্লামেন্টারী বাের্ডের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনােনীত ও পালামেন্টারী বাের্ডের সেক্রেটারী নির্বাচন করা হয়।
পার্লামেন্টারী বাের্ডের উক্ত সভায় উপনির্বাচনের সহিত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলােচনা করা হয় এবং সর্বসম্মতিক্রমে ডাঃ গােলাম মওলা এম, এস-সি, এম, বি, বি-এসকে মাদারীপুর উত্তরপূর্ব মুসলিম নির্বাচনী কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনােয়ন দান করা হয়। আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ মধ্য মুসলিম নির্বাচনী কেন্দ্রে ডাঃ বশিরুদ্দীন চৌধুরী এল, এম, এফ কে মনােনয়ন দান করা হয়। ডাঃ বশিরুদ্দীন চৌধুরীর সমর্থনে জনাব মােতাহার হােসেন ও মৌলভী মীজানুর রহমান এবং ডাঃ গােলাম মওলার সমর্থনে জনাব আলী আহমদ মােক্তার তাহার আবেদনপত্র প্রত্যাহার করেন।
উক্ত সভায় শেখ মুজিবুর রহমানকে সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগ পার্লামেন্টারী বাের্ডের সেক্রেটারী নির্বাচিত করা হয়।