দৈনিক ইত্তেফাক
৫ই নভেম্বর ১৯৫৭
নড়িয়া উপনির্বাচন কায়েমী স্বার্থবাদী চক্রের বিরুদ্ধে সম্মিলিত আওয়াজ তােলার আহ্বান
আওয়ামীলীগের সম্পাদক শেখ মুজিবুরের বিবৃতির অবশিষ্ট বিবরণ
এই সকল পরিকল্পনা দেশের বিভিন্ন বিশেষজ্ঞ কমিটি কর্তৃক বহুবার পরীক্ষিত হয়। বিভিন্ন স্তরের লােকদের এই সকল বিষয়ে কয়েকদফা আলােচনা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রাদেশিক শিল্প ডিরেক্টরেট, প্রাদেশিক সরকার, কেন্দ্রীয় শিল্প, অর্থ ও অর্থনৈতিক দফতর সমূহ, সাপ্লাই ও উন্নয়ন ডিরেক্টরেট, প্লানিং কমিশন ঐ সকল পরিকল্পনা বারবার পরীক্ষা করেন এবং এই সকল দায়িত্বশীল সংস্থার চুড়ান্ত বিবেচনার পর বর্তমান তালিকা অনুমােদিত হয়। ঢাকা ও করাচীতে আই, সি, এ, প্রতিনিধিদলের সহিত কয়েকদফা আলােচনা চলে এবং প্রত্যেকটি পরিকল্পনা বিশেষভাবে পরীক্ষার পর তাহারা উহা অনুমােদন করেন। প্রাদেশিক সরকারের প্রতিবাদ সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের তথাকথিত স্ক্রীনিং কমিটি পরিকল্পনাগুলি পরীক্ষা করেন এবং অর্থনৈতিক দিক হইতে ইহাদের গুরুত্ব ও যুক্তিযুক্ততা সম্পর্কে কোনরূপ ত্রুটি নির্ধারণে অসমর্থ হইয়া অনুমােদন করিতে বাধ্য হন। এইভাবে চেষ্টা চলিবার ফলে মােট ৫ কোটি টাকা সাহায্যের মধ্যে এই প্রদেশকে ২ কোটি ৩১ লক্ষ টাকা …
দফতরের একটা অংশ শিল্প দফতর বিচ্ছিন্ন করা হইলেও গভীর আত্মপ্রসাদের সহিত তিনি পশ্চাদ্বার দিয়া গদিতে আরােহণ করিয়াই এখানকার উন্নয়ন পরিকল্পনাসমূহ বানচাল করার জন্য বিরুদ্ধ শক্তির সহিত হাত মিলাইয়াছেন। সাহায্যের সম্পূর্ণ অর্থ বাতিল করা হইলে দেশের ক্ষতি হইবে বটে, তবে পূর্ব পাকিস্তানই সর্বাধিক ক্ষতিগ্রস্ত হইবে। ইহাই…