You dont have javascript enabled! Please enable it! 1957.11.08 | আওয়ামী লীগ প্রার্থীকে জয়যুক্ত করার জন্য নাড়িয়াবাসীর শপথ | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
৮ই নভেম্বর ১৯৫৭
আওয়ামী লীগ প্রার্থীকে জয়যুক্ত করার জন্য নাড়িয়াবাসীর শপথ
বৃহত্তম জনসভায় নেতৃবৃন্দের বক্তৃতাঃ নয়া মীরজাফরদের সম্পর্কে মওলানা তর্কবাগীশের হুঁশিয়ারী

নাড়িয়া (মাদারীপুর), ৭ই নবেম্বর- গতকল্য এখানে এক বৃহত্তম জনসমাবেশে মওলানা আবদুর রশিদ তর্কবাগীশ, শেখ মুজিবুর রহমান, প্রাদেশিক মন্ত্রী জনাব মনসুর আলী, জনাব কোরবান আলী প্রমুখ আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তৃতা করেন। এতদঞ্চলে ইতিপূর্বে কখনও এতবড় জনসভা অনুষ্ঠিত হইতে দেখা যায় নাই। সভায় সমবেত ১ সহস্র লােক হস্ত উত্তোলন করিয়া আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনােনীত প্রার্থী ডাঃ গােলাম মওলাকে ভােট দেওয়ার প্রতিশ্রুতি দান করে। পূর্বাহ্নে হাজার হাজার লােকের বিরাট জনতা নদী-ঘাটে সমবেত হইয়া তাহাদের প্রিয় নেতৃবৃন্দকে বিভিন্ন ফেষ্টুন ও শ্লোগান সহকারে বিপুল অভ্যর্থনা জ্ঞাপন করে। স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তিগণ নেতৃবৃন্দকে মাল্যভূষিত করেন। জনসাধারণের এই স্বতঃস্ফুর্ত সম্বর্ধনা দ্বারা আওয়ামী লীগের প্রতি তাহাদের যে অকৃত্রিম সমর্থন রহিয়াছে, তাহাই প্রমাণিত হয়। জনসভায় বক্তৃতা প্রসঙ্গে প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান বিভিন্ন যুক্তি প্রমাণ দিয়া যুক্তনির্বাচনের অপরিহার্যতা বিশ্লেষণ করিয়া বলেন যে, পূর্ব পাকিস্তান জনাব সােহরাওয়ার্দীর নেতৃত্ব ও যুক্তনির্বাচন চাহে কি না ,বর্তমান উপনির্বাচন মারফতে তাহাই প্রমাণিত হইবে। বিগত নয় বৎসর যাবৎ মুসলিম লীগ শাসনামলে পূর্ব পাকিস্তানকে ক্রমাগত যেভাবে শােষণ করা হইয়াছে এবং তাহার ফলে প্রদেশের যে অপূরণীয় সর্বনাশ সাধিত হইয়াছে, জনাব রহমান বিভিন্ন তথ্যপ্রমাণ সহকারে জনসমক্ষে তাহা বিশ্লেষণ করেন। তিনি তাঁহার বিরুদ্ধে যে সব অভিযােগ করা হয়, তাহা প্রমাণ করার জন্য মুসলিম লীগারদের প্রতি চ্যালেঞ্জ প্রদান করিয়া বিনা প্রমাণে এই সব ভিত্তিহীন অভিযােগে বিশ্বাস স্থাপন না করার জন্য সর্বসাধারণের শুভবুদ্ধির নিকট আবেদন জানান।
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি মওলানা আবদুর রশিদ তর্কবাগীশ ‘নয়া মীরজাফরদের সম্পর্কে জনগণকে হুঁশিয়ার করিয়া দিয়া বলেন যে, তাহারা পাকিস্তানকে দুর্বল করার জন্য সর্বদা তৎপর রহিয়াছে। তিনি বলেন, এই রাষ্ট্রবিরােধী চক্র জাতীয় নেতা জনাব সােহরাওয়ার্দীর বিরােধিতা করিয়া পাকিস্তানের সর্বনাশ করিতেছে। মওলানা তর্কবাগীশ আরও বলেন যে, আওয়ামী লীগ ইসলামী শিক্ষাকে উৎসাহিত করিতে চাহে, আওয়ামী লীগ মাদ্রাসার ছাত্রদের জন্য নূতন পাঠ্য তালিকা প্রণয়ন করিয়া মাদ্রাসার শিক্ষা পদ্ধতির আমূল উন্নতি সাধনের জন্য বিশেষ উদগ্রীব রহিয়াছে।