You dont have javascript enabled! Please enable it! 1957.10.16 | ডাঃ খান সাহেবের মেজরিটি দাবীর বিরুদ্ধে শেখ মুজিবের চ্যালেঞ্জ | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
১৬ই অক্টোবর ১৯৫৭
ডাঃ খান সাহেবের মেজরিটি দাবীর বিরুদ্ধে
শেখ মুজিবের চ্যালেঞ্জ
জাতীয় পরিষদের মােকাবিলা করিয়া শক্তি পরীক্ষার আহ্বান

করাচী, ১৫ই অক্টোবর।- পূর্ব পাকিস্তান প্রাদেশিক আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী জনাব শেখ মুজিবুর রহমান অদ্য বলেন যে, জাতীয় পরিষদে ৪২ জন সদস্যের সমর্থন আছে বলিয়া ডাঃ খান যে দাবী করিয়াছেন তাহা সম্পূর্ণ ‘আজগবী’। তিনি বলেনঃ জাতীয় পরিষদে ৪২ জন সদস্যের সমর্থন আছে বলিয়া ডাঃ খান সাহেবের যে দাবীর কথা পাকিস্তান বেতারে প্রচারিত হইয়াছে, উহার প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হইয়াছে। ডাঃ খান সাহেব দাবী করিয়াছেন যে, তাঁহার পিছনে রিপাবলিকান পার্টির ২৩ জনের কৃষক-শ্রমিক পার্টির(দুই গ্রুপের) ৭ জনের, নেজামে ইসলামের ৩ জনের এবং আরও কয়েকজনের মিলিয়া জাতীয় পরিষদে মােট ৪২ জন সদস্যের সমর্থন রহিয়াছে। কিন্তু ডাঃ খান সাহেব ঐ কয়েকজনের নাম উল্লেখ করেন নাই।
সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত ডাঃ খান সাহেব সংখ্যাগুরু দাবীতে বিবৃতি প্রদান করিতেছেন। কিন্তু কোন কোন সদস্য তাহার দলের প্রতি সমর্থন জ্ঞাপন করিয়াছেন, তিনি উহ উল্লেখ করেন নাই। অধিকাংশ সংখ্যক স্বতন্ত্র সদস্য যে জনাব সােহরাওয়ার্দীর নেতৃত্বের প্রতি আস্থাশীল, আমি এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত। রিপাবলিক পার্টি যদি আওয়ামী লীগের সমর্থন ব্যতীতই ইহার সমর্থক মুসলিম লীগ ও অন্যান্য স্বতন্ত্র সদস্যদের ন্যায় পরিষদে নিজেদের সংখ্যাগুরু সম্পর্কে এতটাই নিশ্চিত হইয়া থাকেন তবে জনাব সােহরাওয়ার্দী ২৪শে অক্টোবর তারিখে পরিষদের অধিবেশন আহ্বানের যে প্রস্তাব করিয়াছিলেন উহার সমর্থন করিতে তাঁহারা শঙ্কিত কেন? সরকারের সংখ্যাগুরুত্ব যাচাইয়ের ইহাইতাে সর্বোকৃষ্ট পন্থা।