You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
২২শে অক্টোবর ১৯৫৭
জাতীয় পরিষদ ও চাকুরিতে সংখ্যানুপাত দাবী করা হইবে
পৃথক নির্বাচনের জবাবে শেখ মুজিবের ঘােষণা
দেশব্যাপী আন্দোলন গড়িয়া তােলার আভাস দান

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান গতকল্য (সােমবার) করাচী হইতে ঢাকা প্রত্যাবর্তনান্তে সাংবাদিকদের বলেন যে, যদি নির্বাচন পদ্ধতির প্রশ্ন পুনরায় আলােচনা শুরু করা হয়, তবে পূর্ব পাকিস্তানবাদী সংখ্যাসাম্যও বাতিল করিবার জন্য দাবী উত্থাপন করিবে। তিনি আরও বলেন, “জবরদস্তিমূলকভাবে পূর্ব পাকিস্তানে পৃথক নির্বাচন চাপাইয়া দিলে আমরা সরকারের প্রত্যেকটি বিভাগে দফতরে, জাতীয় পরিষদে-সর্বত্র জনসংখ্যানুপাতে প্রতিনিধিত্ব দাবী করিব। আমরা যুক্ত নির্বাচনের ভিত্তিতেই সংখ্যাসাম্য মানিয়া লইয়াছি।” শেখ মুজিবুর রহমান ঢাকা প্রত্যাবর্তন করিলে বিমানবন্দরে তাহাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। তিনি বলেন, পূর্ব পাকিস্তানীদের দ্বিধাবিভক্ত করিয়া শােষণ করার সকল চক্রান্ত অবশ্যই প্রতিরােধ করা হইবে। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে সমস্ত পূর্ব পাকিস্তানী যাত্রী রহিয়াছেন, তাঁহাদের প্রতি জনসাধারণের কোনই সমর্থন নাই এবং তাঁহারা নিজেরা নিজেদেরই প্রতিনিধিত্ব করেন মাত্র। আওয়ামী লীগ যুক্ত নির্বাচনের পক্ষে প্রদেশব্যাপী এক অভিযান শুরু করিবে বলিয়া তিনি প্রকাশ করেন। মওলানা আতহার আলী পূর্ব পাকিস্তানের শতকরা ৯০ জন লােক পৃথক নির্বাচন সমর্থন করে বলিয়া যে উক্তি করিয়াছেন জনাব শেখ মুজিবুর তাহা চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, কিছুদিন পূর্বে প্রদেশে যে ছয়টি উপনির্বাচন হয় তাহার মাধ্যমেই দেশবাসী দ্ব্যর্থহীনভাবে যুক্ত নির্বাচনের পক্ষে মত প্রকাশ করিয়াছেন। তিনি আরও বলেন, পশ্চিম পাকিস্তানের কয়েকটি দল একত্রিত হইয়া কেন্দ্রে সরকার গঠন করিয়াছে এবং তাহারা পূর্ব পাকিস্তান হইতে জনপ্রতিনিধিমূলক কোন ব্যক্তিকে গ্রহণ করেন নাই। উপসংহারে তিনি বলেন, জনাব সােহরাওয়ার্দী যখন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সমতালে উন্নতি সাধনের সর্বপ্রকার ব্যবস্থা ও পূর্ব পাকিস্তানকে দুর্ভিক্ষের কবল হইতে রক্ষা করার জন্য সর্বপ্রকার ব্যবস্থা অবলম্বন করেন, ঠিক তখনই কায়েমী স্বার্থবাদী মহল তাহাকে পদত্যাগে বাধ্য করে। কিন্তু এই স্বার্থবাদী মহলের শােষণ আর বরদাশত করা হইবে না।
মাহমুদ আলীর চ্যালেঞ্জ
পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির সেক্রেটারী জনাব মাহমুদ আলী গতকল্য এক বিবৃতিতে মওলানা আতহার আলী এই প্রদেশের শতকরা ৯০ জন লােক পৃথক নির্বাচনের সমর্থক বলিয়া যে উক্তি করিয়াছেন, তাহা চ্যালেঞ্জ করেন।
তিনি বলেন, যুক্ত নির্বাচন দেশবাসী সর্ববাদীসম্মতভাবে গ্রহণ করিয়াছে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!