You dont have javascript enabled! Please enable it! 1971.03.23 | বঙ্গবন্ধুর ভাষণসমগ্র | ২৩ মার্চ ১৯৭১ | জয় বাংলা বাহিনীর প্রতি ভাষণ - সংগ্রামের নোটবুক

জয় বাংলা বাহিনীর প্রতি ভাষণ
২৩ মার্চ ১৯৭১
ধানমন্ডি ৩২, ঢাকা

জয় বাংলা বাহিনীর ভায়েরা,

আপনারা সকাল থেকে এখন আপনারা কুচকাওয়াজ করেছেন। আপনারা শৃঙ্খলাভাবে দেশকে … দেশের … আর আপনারা ট্রেনিং নেন, আরও প্রস্তুত হয়ে যান। আমি আপনাদের কাছে মাত্র একটা কথা বলতে পারি– সাত কোটি মানুষ মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আপনাদের মনে রাখা দরকার, নীতির সঙ্গে আপোষ হয় না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে ফয়সালা করতে চাই। কিন্তু নীতির সঙ্গে আপোষ হয় না। এদেশের মানুষকে আর কলোনিয়াল বাজার করতে দেওয়া হবে না। এবং যেভাবে হয় সাত কোটি মানুষকে আমাদের মুক্ত করতে হবে। যে কোন ত্যাগের বিনিময়ে। আমরা… প্রতিজ্ঞা বদ্ধ হন – শহীদের রক্ত আমরা বৃথা যেতে দেবো না; এবং যেভাবেই হয় এদেশের থেকে বাজার আমরা ধ্বংস করে দেবো; এবং বাংলার মানুষকে আমরা মুক্ত করবো। কারো সামনে মাথা নত করবো না। দরকার হয় আরো রক্ত দেবো, কিন্তু বাংলার মানুষকে আর আমরা পরাধীন থাকতে দেবো না। আপনাদের মুক্তি না হওয়া পর্যন্ত আমার সংগ্রাম চলবে।

জয় বাংলা। জয় বাংলা।
জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা।
আমার দেশ, তোমার দেশ। বাংলাদেশ, বাংলাদেশ।
আমার দেশ, তোমার দেশ। বাংলাদেশ, বাংলাদেশ।
আমার দেশ, তোমার দেশ। বাংলাদেশ, বাংলাদেশ।
জাগো, জাগো। বাঙালি জাগো।
জাগো, জাগো। বাঙালি জাগো।
সংগ্রাম, সংগ্রাম। চলবে চলবে।
সংগ্রাম, সংগ্রাম। চলবে চলবে।
সংগ্রাম, সংগ্রাম। চলবে চলবে।
জয় বাংলা! জয় বাংলা!
জয় বাংলা! জয় বাংলা!
বিশ্বাস রাখতে পারেন। দরকার হলে রক্ত দিয়ে আপনাদের দাবী আদায় করবো।

Reference:
পিপলস ভয়েস, অধ্যাপক আবু সাইয়িদ, প্রকাশনা – শেকড় সন্ধান
বঙ্গবন্ধুর ভাষণসমগ্র ১৯৪৮-১৯৭৫, সংগ্রামের নোটবুক