You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
৯ই আগস্ট ১৯৫৭
শেখ মুজিবুর রহমানের পদত্যাগপত্র গৃহীত
আওয়ামী লীগের সাংগঠনিক কার্যে আত্মনিয়ােগের সঙ্কল্প

প্রাদেশিক মুখ্যমন্ত্রী জনাব আতাউর রহমান খানের পরামর্শক্রমে গভর্ণর জনাব ফজলুল হক গতকল্য (বৃহস্পতিবার) প্রাদেশিক বাণিজ্য ও শিল্প দফতরের মন্ত্রী শেখ মুজিবুর রহমানের পদত্যাগপত্র গ্রহণ করিয়াছেন। জনাব রহমান গত ৩০শে মে তারিখে মন্ত্রীপদে ইস্তফা দিয়া আওয়ামী লীগের সেক্রেটারী হিসাবে পার্টির সাংগঠনিক কাজে আত্মনিয়ােগের অভিপ্রায় জ্ঞাপন করেন; কিন্তু মুখ্যমন্ত্রী তখন তাঁহাকে আপাততঃ কাজ চালাইয়া যাইতে অনুরােধ করেন। জনাব রহমান এক্ষণে আওয়ামী লীগের সাংগঠনিক কাজে সর্বাত্মকভাবে আত্মনিয়ােগ করিবেন। তিনি বিগত পাঁচ বৎসর যাবৎ প্রতিষ্ঠানের সম্পাদকের পদে অধিষ্ঠিত আছেন। উল্লেখযােগ্য যে, শেখ মুজিবুর রহমান কাগমারীতে অনুষ্ঠিত আওয়ামী লীগ কাউন্সিল অধিবেশনে মন্ত্রীপদে ইস্তফা দানের সঙ্কল্প ঘােষণা করেন এবং এতদনুযায়ী বিগত মে মাসে মুখ্যমন্ত্রীর নিকট পদত্যাগপত্র দাখিল করেন।

অতঃপর আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির দুইটি বৈঠকে তাঁহাকে মন্ত্রীপদ হইতে অব্যাহতি দানের জন্য মুখ্যমন্ত্রীকে অনুরােধ জানান হয়। মুখ্যমন্ত্রী জনাব রহমানের পদত্যাগপত্র ৭ই আগস্ট গভর্ণরের নিকট প্রেরণ করেন এবং ৮ই আগস্ট হইতে উহা গ্রহণের জন্য অনুরােধ জানান।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!