পাকিস্তান সরকারের সাংস্কৃতিক আগ্রাসনের প্রমাণ
===============================
সম্প্রতি পাকিস্তান সরকার বেশ কিছু বাংলা বই নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করে। এটি সম্পূর্ণরূপে সাংস্কৃতিক আগ্রাসনের বহিঃপ্রকাশ। বই গুলির মধ্যে আছে কামরুদ্দীনের ‘সোশ্যাল হিস্ট্রি অফ পাকিস্তান’, ত্রৈলোক্য চক্রবর্তীর ‘জেলে ৩০ বছর’, বদরুদ্দিন ওমরের ‘সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা’ এবং ‘সংস্কৃতির সংকট’, আব্দুল মান্নান সৈয়দের ‘সত্যের মত বদমাশ’, সত্যেন সেনের ‘আল-বিরুনী’ ইত্যাদি।
এই সিদ্ধান্তের প্রতিবাদে ৩০ জন বিশিষ্ট ব্যক্তি বিবৃতি দেন। বিবৃতিতে স্বাক্ষর দান করেন ডঃ মোঃ এনামুল হক, কবি জসীমউদ্দীন, বেগম সুফিয়া কামাল, সিকান্দার আবু জাফর, আহমদ শরীফ, আবু জাফর শামসুদ্দীন সহ প্রমুখ।
Reference: দৈনিক ইত্তেফাক, ৩ জানুয়ারি ১৯৭০