You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
১১ই মে ১৯৫৭
একটি চ্যালেঞ্জ

বিভিন্ন অঞ্চল হইতে আমাদের নিকট খবর আসিতেছে যে, একটি বিশেষ স্বার্থ সংশ্লিষ্ট মহল হইতে প্রাদেশিক শিল্প, বাণিজ্য ও দুর্নীতি দমন বিভাগীয় মন্ত্রী শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে প্রদেশব্যাপী প্রচার চালানাে হইতেছে যে, তিনি মন্ত্রী হওয়ার পর ঢাকায় তিন লাখ টাকা মূল্যে একটি প্রেস ও একটি প্রাসাদোপম অট্টালিকা ক্রয় করিয়াছেন। আমরা অনুসন্ধান করিয়া জানিতে পারিলাম যে, এই অভিযােগ শুধু মিথ্যা ও অমূলকই নহে, উদ্দেশ্যপ্রসূতও বটে। তথাপি, আমরা জনস্বার্থের খাতিরে ঐ গুজব রটনাকারীদের চ্যালেঞ্জ প্রদান করিতেছি যে, তাহারা রেজিষ্ট্রি ডাকে আমাদের নিকট শেখ মুজিবুরের ক্রীত বলিয়া কথিত প্রেস ও বাড়ীর ঠিকানাটি সরবরাহ করুন। আমরা ওয়াদা দিতেছি যে, সেই পরিবেশিত তথ্য সত্য হইলে আমরা কোন কিছুর পরােয়া না করিয়া উহা সংবাদপত্রে প্রকাশ করিব এবং তাহার বিরুদ্ধে অভিযান চালাইব। গুজব রচনাকারীদের প্রতি আমাদের এই চ্যালেঞ্জ রহিল।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!