দৈনিক ইত্তেহাদ
১৪ই এপ্রিল ১৯৫৭
মওলানা ভাসানীকে করাচী গমনের অনুরােধ জ্ঞাপন
জনাব আতাউর রহমান ও শেখ মুজিবরের জরুরী তারবার্তা প্রেরণ
প্রধানমন্ত্রী জনাব সােহরাওয়ার্দীর সঙ্গে বৈঠক অনুষ্ঠানের সম্ভাবনা
(স্টাফ রিপাের্টার)
বিশ্বস্তসূত্রে জানা গিয়াছে যে, প্রাদেশিক প্রধানমন্ত্রী জনাব আতাউর রহমান ও প্রাদেশিক শিল্পমন্ত্রী শেখ মুজিবর রহমান করাচী হইতে আওয়ামী লীগ অফিসে প্রেরিত এক জরুরী তারবার্তায় প্রাদেশিক আওয়ামী লীগ সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে আগামী ১৬ই এপ্রিলের মধ্যে করাচী উপস্থিত হওয়ার অনুরােধ জানাইয়াছেন।
গতকল্য (শনিবার) রাত্রে জনাব তাজউদ্দিন আহমদ এম,পি,এ, মওলনা সাহেবকে ঢাকায় আনয়নের উদ্দেশ্যে কাগমারী রওয়ানা হইয়া গিয়াছেন। স্থানীয় রাজনৈতিক মহল মনে করেন যে, মওলানা সাহেবের সহিত জনাব সােহরাওয়ার্দী বৈঠকের জন্যই তাঁহাকে করাচী যাত্রার আমন্ত্রণ জানানাে হইয়াছে। এই বৈঠক অনুষ্ঠিত হইলে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন সহ ২১ দফা ওয়াদা কাৰ্য্যকরী করণ সম্পর্কে নেতৃদ্বয়ের বিস্তারিত আলােচনা হইবে। এখানে উল্লেখযােগ্য যে, প্রাদেশিক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির গত ৫ই এপ্রিলের অধিবেশনে গৃহীত এক প্রস্তাবে বলা হয় যে, জনাব সােহরাওয়ার্দীর সহিত বিভিন্ন বিষয়ে আলােচনা সন্তোসজনক হইলে মওলানা সাহেব তাঁহার পদত্যাগ পত্র প্রত্যাহার করা সম্পর্কে বিবেচনা করিবেন।
উপরােক্ত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই আমন্ত্রণের উপর যথেষ্ট গুরুত্ব আরােপ করা হইতেছে।