You dont have javascript enabled! Please enable it!

আজাদ
২৬শে ফেব্রুয়ারী ১৯৫৭
শিল্প মেলার গুরুত্ব ব্যাখ্যা
প্রাদেশিক শিল্পমন্ত্রী শেখ মুজিবর রহমানের বক্তৃতা

ঢাকা, ২৫শে ফেব্রুয়ারী।- পূর্ব পাকিস্তানের শিল্প বাণিজ্য ও শ্রমমন্ত্রী শেখ মুজিবুর রহমান অদ্য অপরাহ্নে শিল্পপতিদের প্রতি দেশের পর্যাপ্ত কাঁচামালের সদ্ব্যবহার করিয়া শিল্পোন্নয়নের আহ্বান জানান। পাকিস্তান শিল্প মেলায় বক্তৃতা প্রসঙ্গে বলেন যে, শিল্পোন্নয়ন ব্যতীত কোন দেশেরই সমৃদ্ধি সম্ভব নহে।
তিনি আরও বলেন যে, দেশীয় পণ্য ব্যবহারে জনসাধারণকে উৎসাহ করার জন্য প্রতি বৎসরই এইরূপ শিল্প মেলা অনুষ্ঠিত হওয়া উচিত। জনাব মুজিবর রহমান প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলা কর্তৃপক্ষ যে লাকী টিকেটের ব্যবস্থা করিয়াছেন, অদ্য পূর্ব পাকিস্তান সরকারের শিল্প বিভাগের ডিরেক্টর ও অন্যান্য অফিসারদের উপস্থিতিতে তাহা উঠান হয়। -এপিপি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!