You dont have javascript enabled! Please enable it!

আজাদ
২৬শে ফেব্রুয়ারী ১৯৫৭
শিল্প মেলায় জনাব মুজিবর রহমান
বেঙ্গল ফ্রেন্ডস কোম্পানীর স্টল দর্শনে আনন্দ প্রকাশ

স্টাফ রিপাের্টার
জনাব শেখ মুজিবর রহমান গতকল্য সােমবার রাতে শিল্প মেলা পরিদর্শন করেন। তিনি বিভিন্ন স্টল ঘুরিয়া দেখেন। প্রদর্শনীর যে কয়েকটি ষ্টল দেখিয়া শিল্প সচিব আনন্দ প্রকাশ করেন তন্মধ্যে বেঙ্গল ফ্রেন্ডস এন্ড কোম্পানীর নাম বিশেষ উল্লেখযােগ্য। এই কোম্পানীর স্টলে প্রত্যহ মডেল দ্বারা আলকাতরার বিভিন্ন ব্যবহার প্রদর্শন করা হইতেছে।