সংবাদ
২রা মার্চ ১৯৫৭
সৰ্ব্ব প্রকার দুর্নীতি উচ্ছেদের সংকল্প শেখ মুজিবের ঘােষণা
ফরিদপুর, ১লা মার্চ (এ, পি, পি)।- পূৰ্ব্ব পাকিস্তানের শিল্প বাণিজ্য ও দুর্নীতি দমন সচিব জাতীয় জীবনের সর্বক্ষেত্র হইতে দুর্নীতি উচ্ছেদের সংকল্প ঘােষণা করিয়া বলেন যে দুর্নীতি উচ্ছেদ করিতে না পারিলে জাতীয় উন্নতি অসম্ভব। কৃষপুরহাটে এক বিরাট জনসভায় বক্তৃতা প্রসঙ্গে তিনি উপরােক্ত মন্তব্য করেন।
দেশের জনগণের দুর্দশা মােচনে পূর্ববর্তী সরকারের ঔদাসীন্যের উল্লেখ করিয়া তিনি বলেন যে, তাহারা জনগণের অবস্থার উন্নয়ন অপেক্ষা আন্দোলন দমনের দিকেই অধিক মনােযােগী ছিলেন।
জনসাধারণের অবস্থার উন্নয়নের জন্য তিনি তাহাদের ধৈৰ্য্যধারণের আবেদন করেন। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার দুর্যোগের উল্লেখ করিয়া তিনি বলেন যে, সরকারের। চেষ্টার জন্যই খাদ্য সংকটকালে অগনিত জনসাধারণের জীবনরক্ষা সম্ভব হইয়াছে। কাশ্মীর সমস্যা সম্পর্কে তিনি সরকারের নীতি বিশ্লেষণ করিয়া বলেন যে অবাধ নিরপেক্ষ গণভােটের মাধ্যমে কাশ্মীরীদের আত্মনিয়ন্ত্রণাধিকার স্বীকার করিয়া লইতে হইবে।
শেখ মুজিবুর রহমান প্রাতে স্থানীয় সরকারী বালিকা বিদ্যালয়, সদর জেলা ও হাসপাতাল পরিদর্শন করেন ও পুলিশ কর্মচারীদের এক সম্মেলনে ভাষণ দান করেন।