১৭ জানুয়ারী ১৯৭২ঃ পটুয়াখালীতে বেগম তাজউদ্দীন
অর্থমন্ত্রী তাজ উদ্দিনের স্ত্রী বেগম জোহরা তাজ উদ্দিন পটুয়াখালী আওয়ামী লীগ অফিসে তার সন্মানে আয়োজিত এক সংবর্ধনা সভায় বাস্তহারাদের যথাসম্ভব দ্রুত সময়ে পুনর্বাসন করার জন্য সংশ্লিষ্ট সকলকে উদ্যোগী হওয়ার জন্য আহবান জানান। তিনি পাক বাহিনীর নির্মম অত্যাচারের কথা তুলে তিনি বলেন তিনি নিজেও তার সন্তানদের নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করেছেন। তিনি বলেন বাংলার মেয়েরাও দেশপ্রেমের অনন্য নজীর গড়েছেন। তিনি পাকবাহিনী দারা ক্ষতিগ্রস্ত এলাকা আহসানউল্লাহ রোড শাখারি বাজার ঘুরেঘুরে দেখেন। পটুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এম এ জলিল তার সাথে ছিলেন।