You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
৩১শে জানুয়ারি ১৯৫৭
কাগমারী সম্মেলনে শতাধিক বিদেশী পৰ্যবেক্ষকের যােগদান
সম্মেলনে ভারতের সাংস্কৃতিক মিশনের অংশগ্রহণের সম্ভাবনা

স্টাফ রিপাের্টার
জানা গিয়াছে যে, কাগমারীতে আওয়ামী লীগের আগামী কাউন্সিল অধিবেশনে যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, ভারত ইত্যাদি দেশ হইতে শতাধিক প্রতিনিধি দর্শক যােগদান করিবেন। ভারত হইতে একটি সাংস্কৃতিকদল সম্ভবতঃ কাগমারীর সাংস্কৃতিক সম্মেলনে অংশগ্রহণ করিবেন বলিয়া আশা করা যাইতেছে। আওয়ামী লীগ প্রধান জনাব সােহরাওয়ার্দী করাচী হইতে ঢাকাস্থ আওয়ামী কর্মকর্তাদের সঙ্গে সম্মেলনের অগ্রগতি সম্বন্ধে যােগাযােগ রক্ষা করিতেছেন। প্রাদেশিক আওয়ামী লীগ সেক্রেটারী শেখ মুজিবর রহমান গতকল্য (বুধবার) অপরাহ্নে জীপযােগে কাগমারী গিয়াছেন। তিনি সম্মেলনের প্রতিনিধিদের বাসস্থান যােগাযােগ সম্পর্কে ব্যবস্থা অবলম্বন করিবেন। শেখ মুজিবর গতকল্য বলেন যে, সম্মেলনের পূর্বে ঢাকা ও টাঙ্গাইল-এর মধ্যে নিয়মিত বাস সার্ভিসের ব্যবস্থা করা হইবে। কর্মীদের কাগমারী যাতায়াতের এই শ্রেণীর ব্যবস্থা ছাড়াও সংবাদ পরিবেশনের উদ্দেশ্যে কাগমারীতে একটি পূর্ণাঙ্গ পােষ্ট অফিস সাময়িকভাবে প্রতিষ্ঠিত হইবে। ১লা ফেব্রুয়ারি প্রাদেশিক আওয়ামী লীগের অফিস কাগমারীতে স্থানান্তরিত হইয়া কার্য পরিচালনা করিবেন।