সংবাদ
৭ই ফেব্রুয়ারি ১৯৫৭
দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান
মাদারীপুরে জনসভায় প্রদেশিক মন্ত্রী শেখ মুজিবের বক্তৃতা
নিজস্ব সংবাদদাতা প্রেরিত
মাদারীপুর, ২রা ফেব্রুয়ারিঃ- গতকল্য পুলিশ ময়দানে এক জনসভায় বক্তৃতা প্রসঙ্গে প্রাদেশিক শিল্প বাণিজ্য ও দুর্নীতি দমন বিভাগের মন্ত্রী জনাব শেখ মুজিবুর রহমান দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের জন্য সকলকে আহ্বান জানান। অপরাহ্নে বিমানযােগে মন্ত্রী মহােদয় মাদারীপুরে আগমন করিলে এক বিরাট জনতা তাহাকে অভ্যর্থনা ও মাল্যভূষিত করে। অতঃপর তিনি লতিফ ভূঁয়ার কবর জেয়ারত ও আওয়ামী লীগ অফিস মিউনিসিপ্যাল অফিস পরিদর্শন করেন। বিকালে পুলিশ ময়দানে এক বিরাট জনসভায় তিনি বক্তৃতা করেন। স্থানীয় আওয়ামী লীগ মিউনিসিপ্যালিটি রিক্সা মজদুর ইউনিয়ন, ধাঙ্গর ইউনিয়ন প্রভৃতি বহু প্রতিষ্ঠান হইতে তাহাকে মানপত্র প্রদান করা হয়। মানপত্রে মাদারীপুরে যাতায়াত, বেকার সমস্যা, নদীনালা শুকাইয়া যাওয়ার চরমুগরিয়া বন্দরের দুরবস্থার কথা টাকা পয়সা ও পাকা বাড়ীর অভাবে স্থানীয় নাজিমুদ্দিন কলেজের বালিকা বিদ্যালয়ের ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের দূরবস্থার কথা উল্লেখ করা হয়। মানপত্রের জবাবে মন্ত্রিসাহেব গত কয়েক বৎসরের সরকারগুলির শােষণ নীতির এক ফিরিস্তি দাখিল করিয়া বলেন, বর্তমান সরকারের হাত শূন্য, তবে জনসাধারণের অবস্থার উন্নতি করার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘােষণা করিয়া তিনি বলেন, “আজ হইতে আপনারা হাত তুলিয়া এই প্রতিজ্ঞা করেন, কেহ ঘুষ নিবেন না এবং দিবেন না। সভায় অগণিত জনতা হাত তুলিয়া প্রতিজ্ঞা গ্রহণ করে। সন্ধ্যার পরে মন্ত্রি মহােদয় নাজিমুদ্দিন কলেজে আগমন করেন এবং কলেজের অভাব অভিযােগের কথা শ্রবণ করেন। ছাত্রদের পক্ষ হইতে তাহাকে একখানি মানপত্র প্রদান করা হয়। তিনি যথাসাধ্য কলেজকে সাহায্য করিবে বলিয়া জানান। মন্ত্রী সাহেবের আগমনে মাদারিপুরে এক অভূতপূর্ব কৰ্মচাঞ্চল্যের সাড়া পড়িয়া যায়। সমস্ত শহর সুসজ্জিত করা হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের তরফ হইতে কয়েকটি তােরণ নির্মাণ করা হয়। রাত ১১টায় তিনি গােপালগঞ্জের পথে লঞ্চে আরােহণ করেন।