You dont have javascript enabled! Please enable it! 1957.01.26 | ন্যায় সঙ্গত সুবিধাভােগে শ্রমিক শ্রেণীর জন্মগত অধিকার রহিয়াছে- শিল্পপতি সমাবেশে শেখ মুজিবের বক্তৃতা | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
২৬শে জানুয়ারি ১৯৫৭
ন্যায় সঙ্গত সুবিধাভােগে শ্রমিক শ্রেণীর জন্মগত অধিকার রহিয়াছে
শিল্পপতি সমাবেশে শেখ মুজিবের বক্তৃতা, শ্রমিকদের প্রতি ন্যায়বিচার প্রদর্শনের আহ্বান

পূৰ্ব্ব পাকিস্তানের বাণিজ্য, শিল্প ও শ্রমমন্ত্রী জনাব শেখ মুজিবর রহমান গতকল্য (শুক্রবার) ইউনাইটেড চেম্বার অব কমার্স এন্ড ইণ্ডাষ্ট্রীজ-এর বার্ষিক ভােজসভার প্রধান অতিথির ভাষণ দান প্রসঙ্গে ব্যবসায়ী ও শিল্পপতিদের নিকট তাহাদের শ্রমিকদের প্রতি ন্যায়বিচার প্রদর্শনের আহ্বান জানান। তিনি বলেন যে, অর্থনৈতিক দিক হইতে বিবেচনা সাপেক্ষে সময়ে সময়ে পরিবর্তনের ভিত্তিতে ন্যায়সঙ্গত সুবিধা ও আরামভােগে শ্রমিক শ্রেণীর জন্মগত অধিকার রহিয়াছে।
এ, পি পি’র উক্ত খবরে প্রকাশ, তিনি আরও বলেন যে, বর্তমান দৃষ্টিভংগীতে একটি স্বস্তিবাচক মনােভাব সংক্রমণের সময় আসিয়াছে। পারস্পরিক স্বার্থের জন্যই একে অন্যের সহিত সহযােগিতার প্রয়ােজন রহিয়াছে। যত শীঘ্র এর সত্যটি উপলব্ধি হইবে ততই মঙ্গল। যে সকল কারণে এযাবত এই প্রদেশের শিল্প প্রগতি বিঘ্নিত হইয়াছে তা বর্ণনা প্রসঙ্গে বলেন, এই অনগ্রসরতা রাতারাতি কাটাইয়া উঠা যাইবে না, পশ্চিম পাকিস্তানের অধিকতর উন্নয়নের ফলে আমাদের জাতীয় অর্থনীতিতে যে ভারসাম্যহীনতা দেখা দিয়াছে প্রাপ্তব্য সম্পদের সুষ্ঠু ব্যবহার পরিকল্পনার মাধ্যমেই তাহা বিদূরিত করা যাইতে পারে। প্রদেশের শিল্পায়নের মাধ্যমে জনগণের ভাগ্যোন্নয়ন প্রচেষ্টায় সরকারের সহিত সহযােগিতা করিবার জন্য তিনি শিল্পপতিদের নিকট আবেদন জানান। দুর্নীতির মূলােৎপাটনের জন্যও তিনি তাহাদের নিকট আহ্বান জানান।