You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
১৮ই ডিসেম্বর ১৯৫৬
শেখ মুজিবরের বিবৃতি

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবুর রহমান গতকল্য (সােমবার) এক বিবৃতি প্রসঙ্গে সাম্প্রতিক উপনির্বাচনে আওয়ামী লীগের বিজয়কে‘পূর্ব পাকিস্তানের জনসাধারণের বিজয়’ বলিয়া অভিহিত করেন। তিনি আওয়ামী লীগকে সমর্থন করার জন্য জনসাধারণকে ধন্যবাদ জানান এবং আওয়ামী লীগ কর্মীদের অভিনন্দন জ্ঞাপন করেন। আওয়ামী লীগ সেক্রেটারী বলেন, এক্ষণে পশ্চিম পাকিস্তানী জনগণ বুঝিতে পারিবেন যে, পূর্ব পাকিস্তানের জনসাধারণ যুক্ত নির্বাচনের পক্ষপাতী। কারণ রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসাধারণ এই রায় দিয়াছে। তিনি বলেন, উপনির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ জনসাধারণেরই জয়লাভ। প্রতিক্রিয়াশীল শক্তিবর্গ অজস্র অর্থ ব্যয় এবং ধর্মের নামে সরলমনা জনসাধারণকে প্রতারিত করার কৌশল অবলম্বন করা সত্ত্বেও তাহাদের উপযুক্ত প্রাপ্য পাইয়াছে। পূর্ব পাকিস্তানীরা কে তাহাদের সত্যিকার বন্ধু, তাহারা তাহা ভালাে করিয়াই জানে এবং সেই জন্য তাহারা তাহাদের ভােটাধিকারের সদ্ব্যবহার করিয়াছে। আমি প্রতিষ্ঠানের এবং নিজের তরফ হইতে জনসাধারণকে আন্তরিক ধন্যবাদ জানাইতেছি। আদর্শের জন্য সংগ্রামী আওয়ামী লীগ কর্মীদেরও আমি অভিনন্দন জানাইতেছি। জনাব মুজিবুর রহমান বলেন, প্রতিক্রিয়াশীলরা আশা করি বুঝতে পারিবেন যে, তাহাদের শােষণের দিন শেষ হইয়াছে। তিনি আরও বলেন, পশ্চিম পাকিস্তানী জনসাধারণ এক্ষণে বুঝিতে পারিবেন যে, পূর্ব পাকিস্তানী জনসাধারণ যুক্তনির্বাচনের সমর্থক। কারণ, এই উপনির্বাচনে রাজনৈতিক চেতনাসম্পন্ন মানুষের সুস্পষ্ট রায় ঘােষিত হইয়াছে। তিনি বলেন, পাকিস্তানের জনসাধারণ মুসলিম লীগের গত ৮ বৎসরে কীর্তিকলাপ ভুলিয়া যায় নাই। তাহারা জানে যে, কেন্দ্রে এবং প্রদেশে মুসলিম লীগ শাসন অর্থনীতি, সংস্কৃতি এবং সামাজিকতা সবদিক দিয়া জনসাধারণের সর্বনাশ সাধন করিয়াছে। আন্তর্জাতিক ক্ষেত্রে তাহারা পাকিস্তানের মর্যাদা বিনষ্ট করিয়াছে। জনাব মুজিবুর রহমান বলেন, তথাকথিত যুক্তফ্রন্ট পার্টির কথা বলিয়া লাভ নাই। কারণ, এক্ষণে আর “যুক্তফ্রন্ট” বলিয়া কোন পার্টির অস্তিত্ব নাই। উপসংহারে প্রাদেশিক আওয়ামী লীগ সেক্রেটারী বলেন, আমি জনসাধারণকে এই প্রতিশ্রুতি দিতে পারি যে, আওয়ামী লীগ পার্টি সম্পূর্ণ আন্তরিকতা এবং সততার সহিত জনসাধারণের সেবা করিয়া যাইবে।
আমরা আমাদের প্রতিশ্রুতি পালনে অসমর্থ হইলে এবং জনসাধারণের আস্থা হারাইতেছি বুঝিলে কোন প্রকার ইতস্ততঃ না করিয়া আমরা গদি ছাড়িয়া দিব। আন্তরিকতা এবং সততার সহিত কাজ করিলে আল্লাহ আমাদের সহায় হইবেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!