You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
১৩ই জানুয়ারি ১৯৫৭
প্রাদেশিক সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারে তীব্র নিন্দা
শেখ মুজিবরের বিবৃতি, প্রচারণার উদ্দেশ্য ব্যর্থ হবে বলিয়া ঘােষণা

সম্প্রতি পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে, বিশেষ করিয়া প্রদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে সম্প্রতি যে এক ধরনের অপপ্রচার শুরু হইয়াছে, পূর্ব পাকিস্তানের বাণিজ্য, শিল্প ও শ্রমমন্ত্রী শেখ মুজিবর রহমান গতকল্য (শনিবার) এক বিবৃতি প্রসঙ্গে উহার তীব্র নিন্দা করেন।
এ, পি, পির খবরে প্রকাশ, বিবৃতিতে শেখ মুজিবর রহমান বলেন যে, এই প্রচারণার উদ্দেশ্য হইল একদিকে পাকিস্তান সরকার ও পূর্ব পাকিস্তান সরকারের মধ্যে অনৈক্যের বীজ বপন করা এবং অপর দিকে পাকিস্তানের উভয় অংশের মধ্যে অবিশ্বাসের সৃষ্টি করা। তিনি ইহাকে স্বার্থসংশ্লিষ্ট মহলের অসতেদ্দেশ্যে প্রণােদিত প্রচারণা বলিয়া অভিহিত করেন এবং বলেন যে, জনসাধারণকে বিশেষ করিয়া ব্যবসা ও শিল্পে নিয়ােজিত থাকিয়া যাহারা জীবিকা অর্জন করিতেছে তাহাদিগকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে এইরূপ প্রচারণা চালান হইতেছে। শেখ মুজিবর রহমান বলেনঃ গত নবেম্বর মাসে করাচীতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প দফতরের উদ্যোগে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারদ্বয়ের প্রতিনিধিগণের যে সম্মেলন অনুষ্ঠিত হয়, তৎসম্পর্কে প্রচার করা হয় যে, কেন্দ্রীয় সরকার এই সম্মেলনের সিদ্ধান্তসমূহে অনুমােদন করিবেন না। কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে অনৈক্যের বীজ বপন করা এবং পাকিস্তানের উভয় অংশের মধ্যে বিদ্বেষের সৃষ্টি করাই যে এইরূপ প্রতারণার উদ্দেশ্য, তাহা সুস্পষ্ট। কিন্তু পাকিস্তানের নয়া শাসনতন্ত্রে শিল্প-বাণিজ্যের ব্যাপারে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার পূর্ণবণ্টন ও সমন্বয় সাধনের যে বিধান রহিয়াছে মিথ্যার বেসাতিকারীরা তাহা খেয়ালই করে নাই। পূৰ্ব্ব পাকিস্তানে ব্যবসা-বাণিজ্যরত একটি সম্প্রদায়ের ধর্মীয় গুরু তাহাদিগকে এই প্রদেশে পুঁজি বিনিয়ােগ করিতে বারণ করা হইয়াছে বলিয়া প্রচার করা হইয়াছে।
পূৰ্ব্ব পাকিস্তানে বর্তমান শ্রমিক অসন্তোষের ফলে এই প্রদেশে শিল্পপতিগণ পুঁজি বিনিয়ােগে পুনর্বিবেচনা করিতেছেন বলিয়া আরেকটি খবর মিথ্যা প্রচার করা হয়।এমন কি কতগুলি ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ব পাকিস্তানের অফিসের কনস্ট্রাকসন ব্যবসার মালিকগণের কাছ হইতে এখানে আর পুঁজি নিয়ােগ না করার নির্দেশ পাঠাইবেন বলিয়াও প্রচার করা হয়।
এই সকল মিথ্যা প্রচারের প্রতিবাদ করিয়া শেখ মজিবুর বলেন যে,বর্তমানে এই প্রদেশে শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে শিল্পোন্নয়নের কাজ চলিতেছে অবশ্য কোন কোন স্থানে শ্রমিক ও মালিকদের সামান্য বিরােধ ঘটিয়াছে। তবে সেগুলির আপােষ নিষ্পত্তিও হইয়া গিয়াছে। শ্রমিক মালিকের মধ্যে সম্পর্কের ব্যাপারে সরকার সর্বদাই সজাগ রহিয়াছেন। শ্রমিকরা মালিকদের নিকট ন্যায্য ব্যবহার পায় ইহাই সরকারের কাম্য। তাছাড়া মালিকরাও শ্রমিকদিগকে সন্তুষ্ট রাখিতে আগ্রহশীল।
শেখ মুজিবর রহমান আরও বলেন যে, কয়েকদিন পূর্বে তিনি যখন করাচীতে গিয়াছিলেন তখন কিছু সংখ্যক শিল্পপতি পূর্ব পাকিস্তানে পুঁজি নিয়ােগের আগ্রহ প্রকাশ করেন। সুতরাং মিথ্যা প্রচারণার উদ্দেশ্য সফল হইবে না। বর্তমান সরকার পূৰ্ব্ব পাকিস্তানের মজলুম জনসাধারণের জন্য খাদ্য শিক্ষা ও স্বাস্থ্যের সংস্থান করিতে ওয়াদাবদ্ধ। এই প্রদেশের আর্থিক উন্নয়নে পাকিস্তানের সকল অংশের বিত্তশালী ব্যক্তিরা আগাইয়া আসিবেন বলিয়া তিনি আশা করেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!