You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
২রা নভেম্বর ১৯৫৬
আওয়ামী লীগ ওয়াদা পূরণ করিয়াছে
শিল্প সম্মেলনের সুপারিশ সম্পর্কে শিল্পমন্ত্রীর মন্তব্য

স্টাফ রিপাের্টার
প্রাদেশিক শিল্প ও বাণিজ্য মন্ত্রী জনাব শেখ মুজিবুর রহমান গতকল্য (সােমবার) ঢাকা প্রত্যাবর্তনের পর কেন্দ্রীয় রাজধানীতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের শিল্প সম্মেলনের সুপারিশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। এই সম্মেলনে জনাব রহমান পূর্ব পাকিস্তানী প্রতিনিধিদলের নেতৃত্ব করেন। তিনি সাংবাদিকদের বলেন, শিল্পকে প্রাদেশিক সরকারের আওতায় আনার জন্য আওয়ামী লীগ যে ওয়াদা করিয়াছিল তাহা এখন বাস্তবে রূপান্তরিত হইয়াছে। তিনি বলেন, সম্মেলনে গৃহীত সুপারিশসমূহ এই প্রদেশের জন্য বিপুল সুবিধার সৃষ্টি করিবে। জনাব রহমান আরও বলেন, ইতিপূর্বে কেন্দ্রীয় সরকার পূর্ব পাকিস্তানকে শিল্পায়িত করিতে সমর্থ না হওয়ায় গত নয় বৎসর যাবৎ দুর্ভোগজনিত কারণে পূর্ব পাকিস্তানীদের ক্রয়ক্ষমতা পর্যন্ত বিনষ্ট হইয়াছে। প্রাক্তন মুসলিম লীগ ও ‘যুক্তফ্রন্ট সরকারের প্রতিনিধিবৃন্দ কেন্দ্রের নিকট আত্মসমর্পণ করিয়া পূর্ব পাকিস্তানের ন্যায্য দাবীসমূহ জলাঞ্জলি দেওয়ায় প্রদেশবাসীর আজ এই দুর্গতি হইয়াছে। এমতাবস্থায়, শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের সমকক্ষ হইতে পূর্ব পাকিস্তানের আরও ২৫ বৎসরের সময়ের প্রয়ােজন রহিয়াছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন যে, পাকিস্তানের ইতিহাসে এই ধরনের উচ্চ পর্যায়ের শিল্প সম্মেলন ইহাই সর্বপ্রথম। এই সম্মেলন মারফত আমরা শিল্পকে প্রাদেশিক সরকারের আওতায় আনার ওয়াদাকে সফল করিয়াছি। জনাব মুজিবর রহমান আরও বলেন, শীঘ্রই প্রদেশের জন্য ত্রিশ সহস্র টন সিমেন্ট আসিয়া পৌছিবে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!