You dont have javascript enabled! Please enable it!

আজাদ
১৯শে সেপ্টেম্বর ১৯৫৬
প্রাদেশিক মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন

(স্টাফ রিপাের্টার)
প্রাদেশিক মন্ত্রিসভার সদস্যদের মধ্যে নিম্নলিখিতরূপ দফতর পুনর্বণ্টন করা হইয়াছেঃ
উজিরে আলা জনাব আতাউর রহমান খান- স্বরাষ্ট্র (জেল ব্যতীত), খাদ্য, প্লানিং, শিক্ষা, রিলিফ ও পুনর্বাসন, জুট।
জনাব কফিলউদ্দিন চৌধুরী- পূৰ্ত্ত, যােগযােগ, বন্যা নিয়ন্ত্রণ ও বন।
জনাব শেখ মুজিবর রহমান- শিল্প, বাণিজ্য ও শ্রম, কৃষি শিল্পোন্নয়ন, সমাজ কল্যাণ, পল্লী উন্নয়ন পরিকল্পনা ও দুর্নীতি দমন।
জনাব মাহমুদ আলী- রাজস্ব, জমিদারী দখল ও জেল।
জনাব মছিউর রহমান- প্রচার ও স্বায়ত্তশাসন বিভাগ।
জনাব খয়রাত হােসেন-কৃষি, পশুপালন ও পশু চিকিৎসা।
জনাব আবদুর রহমান খান- সমবায়, কৃষিঋণ ও কৃষি মার্কেটিং।
মি. মনােরঞ্জন ধর অর্থ ও সংখ্যালঘু বিষয়।
মি. ধীরেন্দ্র নাথ দত্ত- মেডিক্যাল ও জনস্বাস্থ্য।
মি. শরৎচন্দ্র মজুমদার- আবগারী ও লবণ।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!