You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
২৯শে সেপ্টেম্বর ১৯৫৬
কেন্দ্রে সরকারের নিয়ন্ত্রণের ফলে শিল্পোন্নয়নে অসুবিধা
পরিষদে শেখ মুজিবের বক্তৃতা ও শিল্প খাতে অর্থ মঞ্জুরির প্রস্তাব উত্থাপন

গতকল্য (শুক্রবার) শিল্প সচিব শেখ মুজিবর রহমান বাজেটের শিল্প খাতে অর্থমন্ত্বরীর প্রস্তাব উত্থাপন করিয়া বক্তৃতা প্রসঙ্গে বলেন যে, বৈদেশিক মুদ্রা, শিল্পের জন্য প্রয়ােজনীয় কাচামাল, এমনকি প্রাদেশিক বাণিজ্যটিও কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন থাকায় পূৰ্ব্ব পাকিস্তানের শিল্পোন্নয়ন একটি অসম্ভব ব্যাপার হইয়া দাঁড়াইয়াছে। এবং পূর্ব পাকিস্তানের এই অবস্থার জন্য একমাত্র প্রাক্তন কেন্দ্রীয় মুসলিম লীগ সরকার ও যুক্তফ্রন্টই দায়ী।
শেখ মুজিব কঠোর হস্তে দুর্নীতি দমনের সংকল্প জ্ঞাপন করিয়া এক সতর্কবাণী উচ্চারণ করেন। প্রাদেশিক বাণিজ্য ও শিল্প সচিব শেখ মুজিবর রহমান ছাঁটাই প্রস্তাবে উত্থাপিত বিতর্কের জবাবদান প্রসঙ্গে সদস্যগণ কর্তৃক প্রস্তাবিত সুপারিশের জন্য অভিনন্দন করেন। তিনি আশ্বাসদান করিয়া বলেন যে, সরকার যে সমস্ত কার্যোপযােগী বলিয়া মনে করেন, তাহা গ্রহণ করিবেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!