You dont have javascript enabled! Please enable it! 1956.09.08 | নয়া মন্ত্রীদের দফতর বণ্টন | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
৮ই সেপ্টেম্বর ১৯৫৬
নয়া মন্ত্রীদের দফতর বণ্টন

পূর্ব পাকিস্তানের নয়া মন্ত্রীদের মধ্যে নিম্নরূপভাবে দফতর বণ্টন করা হইয়াছেঃ জনাব আতাউর রহমান খান-স্বরাষ্ট্র(জেল ছাড়া), পরিকল্পনা, অর্থ ,খাদ্য ও পাট। জনাব আবুল মনসুর আহমদ-শিক্ষা, পাবলিক রিলেশন,চিকিৎসা, জনস্বাস্থ্য এবং স্বায়ত্তশাসন। জনাব কফিলউদ্দীন চৌধুরী-যােগাযােগ,গৃহ নির্মাণ, সেচ, বন্যা নিয়ন্ত্রণ,আইন, বিচার বিভাগ এবং বন। শেখ মুজিবুর রহমান-বাণিজ্য, শ্রম ও শিল্প দফতর ছাড়াও সমাজ কল্যাণ। সমাজকল্যাণ দফতর সদ্য সৃষ্টি করা হইয়াছে এবং শহর ও পল্লী উন্নয়ন সংক্রান্ত বিষয়াদি ইহার অন্তর্ভুক্ত হইবে। জনাব রহমান সমবায় ও দুর্নীতি বিরােধী দফতরেরও ভার গ্রহণ করিবেন।
জনাব মাহমুদ আলী-রাজস্ব, রেজিস্ট্রেশন, সাহায্য ও পুনবার্সন,কৃষি, মৎস্য, কারাগার ও আবগারী।