You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
৭ই সেপ্টেম্বর ১৯৫৬
শপথ গ্রহণ অনুষ্ঠানের বিবরণ

স্টাফ রিপাের্টার
গতকল্য (বৃহস্পতিবার) বৈকালে আওয়ামী লীগ কোয়ালিশন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে গভর্ণর হাউসের দরবার কক্ষ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পূর্ণ হইয়া যায়। এই অনুষ্ঠানে জাতীয় পরিষদের বিরােধীদলের নেতা জনাব শহীদ সােহরাওয়ার্দী, জিওসি মেজর জেনারেল জিলানী, ঢাকা হাইকোর্টের বিচারপতিগণ, জাতীয় পরিষদের কিছু সংখ্যক সদস্য, প্রাদেশিক পরিষদের বিরােধীদলীয় সদস্যবৃন্দ, বহু সংখ্যক উচ্চপদস্থ সরকারি কর্মচারি এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বৈকাল ৪:৫৫ মিনিটের সময় প্রাদেশিক গভর্ণর জনাব ফজলুল হক তাহার স্টাফ সমভিব্যাহারে দরবার কক্ষে প্রবেশ করিয়া আসন গ্রহণ করেন। অতঃপর প্রাদেশিক সরকারের চীফ সেক্রেটারী জনাব হামিদ আলী গভর্ণরের অনুমতিক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠানের কাজ আরম্ভ করেন। সর্বপ্রথম তিনি ভাবী মুখ্যমন্ত্রী জনাব আতাউর রহমান খানকে গভর্ণরের সহিত আনুষ্ঠানিকভাবে পরিচয় করাইয়া দেন। গভর্ণর শপথ পাঠ করার সঙ্গে সঙ্গে জনাব রহমান শপথ গ্রহণ করেন। পরে মুখ্যমন্ত্রী জনাব রহমান একে একে জনাব আবুল মনসুর আহমদ (আওয়ামী লীগ), জনাব কফিলুদ্দীন আহমদ চৌধুরী (স্বতন্ত্র গ্রুপ), জনাব শেখ মুজিবুর রহমান (আওয়ামী লীগ) ও জনাব মাহমুদ আলীকে (গণতন্ত্রী দল) গভর্ণরের সহিত পরিচয় করাইয়া দেন এবং তাহারাও একে একে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর মন্ত্রিসভার সদস্যবৃন্দ শপথ দলিলের উপর সহি প্রদান করেন। শপথ গ্রহণ অনুষ্ঠান সমাপ্তির পর গভর্ণর দরবার কক্ষ পরিত্যাগের সঙ্গে সঙ্গে উপস্থিত শুভাকাঙ্ক্ষী ও সমর্থকগণ জনাব আতাউর রহমান খান ও নয়া মন্ত্রিসভার অন্যান্য সদস্যকে অভিনন্দন জ্ঞাপন করেন। এই সময় দরবার কক্ষে মৃদু হাস্যরত জনাব শহীদ সােহরাওয়ার্দীর নিকট অনেকে আসিয়া মন্ত্রিসভার দীর্ঘায়ু কামনা করিয়া অভিনন্দন জ্ঞাপন করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রেসিডেন্ট মীর্জা গভর্নমেন্ট হাউসের ‘লাউঞ্জে আগমন করিলে জনাব শহীদ সােহরাওয়ার্দী প্রেসিডেন্টকে লইয়া জনাব আতাউর রহমান ও তাঁহার সহকর্মীদের সহিত পরিচয় করাইয়া দেন। প্রেসিডেন্ট উপস্থিত অন্যান্যদের সহিত আলােচনা করেন। জনাব ফজলুল হক ‘লাউঞ্জে’ নয়া মন্ত্রিসভার সদস্যদের গলা জড়াইয়া ধরিয়া আলাপ-আলােচনা করেন। অপর গভর্ণর ও নয়া মন্ত্রিসভার সদস্যদের আলােকচিত্র গ্রহণ করা হয়। গতকল্য জনাব সােহরাওয়ার্দী নিজস্ব মুভি ক্যামেরা লইয়া নয়া মন্ত্রিসভা ও আয়ােজিত চা-চক্রের আলােকচিত্র গ্রহণ করেন। পরে জনাব শহীদ সােহরাওয়ার্দী ও নয়া মন্ত্রিসভার সদস্যদের আলােকচিত্র গ্রহণ করা হয়। মন্ত্রিসভা শপথ গ্রহণের সময় গভর্ণর হাউসের বাহিরে এক বিরাট জনতা নেতৃবৃন্দকে অভিনন্দন জ্ঞাপনের জন্য মাল্যহস্তে অপেক্ষা করিতে থাকে। জনাব শহীদ সােহরাওয়ার্দী ও নয়া মন্ত্রিসভার সদস্যবৃন্দ গভর্ণমেন্ট হাউসের গেটে উপস্থিত হইতেই জনতা উল্লাসধ্বনি করিয়া উঠে এবং নেতৃবৃন্দকে বিপুলভাবে মাল্যভূষিত করে। এই সময় গভর্ণমেন্ট হাউসের গেট হইতে নবাবপুর রেলওয়ে লেভেল ক্রসিং পর্যন্ত জনতা সারিবদ্ধভাবে অভিনন্দন জ্ঞাপনের জন্য প্রতীক্ষা করিতে থাকে।
নয়া মন্ত্রিসভার সদস্যবৃন্দ গভর্ণমেন্ট হাউসের বাহিরে আসিলে অশ্বারােহী পুলিশবাহিনী তাঁহাদের সম্মান প্রদর্শন করেন এবং সঙ্গে সঙ্গে বাদ্য বাজিয়া উঠে। অতঃপর অপেক্ষমাণ বিরাট জনতা মুখ্যমন্ত্রী জনাব আতাউর রহমান ও মন্ত্রিসভার সদস্যগণকে একটি খােলা জীপে তুলিয়া লইয়া শােভাযাত্রা সহকারে সদরঘাটস্থ আওয়ামী লীগ অফিসে গমন করে। তথায় তাঁহারা আওয়ামী লীগ কর্মীবৃন্দের সহিত আলােচনা করেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!