You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
২৫শে আগস্ট ১৯৫৬
প্রধানমন্ত্রীর ঘােষণা অভিনন্দিত

পূর্ব পাকিস্তানের বর্তমান রাজনৈতিক সংকট সম্পর্কে প্রধানমন্ত্রী জনাব মােহাম্মদ আলী যে বিবৃতি দিয়াছেন, ঢাকার রাজনীতিক মহল তাহাকে অভিনন্দন জানাইয়াছেন। গতকল্য (শুক্রবার) স্থানীয় প্রভাতী পত্রিকাগুলি বড় বড় শিরােনাম দিয়া এই বিবৃতিটি ফলাও করিয়া ছাপে।
পি,সি লাহিড়ী
প্রাদেশিক সরকারের অর্থমন্ত্রী মিঃ পি, সি, লাহিড়ী প্রধানমন্ত্রীর উক্তির সমর্থন করিয়া বলেন যে, আমার পার্টিও মনে করে, মন্ত্রিসভার পক্ষে পরিষদের মােকাবিলা করা একান্ত আবশ্যক।
শেখ মজিবর
প্রাদেশিক আওয়ামী লীগ সেক্রেটারী জনাব শেখ মজিবর রহমান এমপি বলেন। প্রধানমন্ত্রীর এই ঘােষণায় জনসাধারণের বিজয়সূচীত হইয়াছে। জনগণই নেতৃবৃন্দকে ঠিক পথে পরিচালনা করিতে পারে। আমি জনসাধারণকে শাসনতন্ত্রের মর্যাদা রক্ষা ও পূর্ব পাকিস্তান গণতন্ত্র কায়েমের সংগ্রামের আহ্বান জানাইতেছি। প্রাদেশিক মুসলিম লীগ সভাপতি জনাব তমিজুদ্দীন খান বলেনঃ মন্ত্রিসভার প্রতি ৩১শে আগস্টের মধ্যে পরিষদের সম্মুখীন হওয়ার কিংবা গদি ত্যাগের নির্দেশ কেন্দ্রীয় কর্তৃপক্ষ শাসনতন্ত্র মােতাবেক অপরিহার্য কর্তব্য পালন করিয়াছেন। ইহা শুভ লক্ষণ।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!