শরণার্থী শিবিরে কলেরা
পার্শ্ববর্তী জেলা মালদহেও তিন লক্ষ শরণার্থী আশ্রয় নিয়েছেন। মালদহের শরণার্থী শিবিরে কলেরা লেগেছে। বামুনগােলা হবিবপুরে এরই মধ্যে কলেরার ৫০ জন মারা গিয়েছেন বলে জেলা শাসক শ্রীস্বয়ম্ভু দে জানালেন। জেলা শাসক ডাক্তার এবং প্রচুর ওষুধ চেয়ে আজই রাজ্য সরকারের কাছে জরুরী বার্তা পাঠিয়েছেন। বলেছেন, যদি ডাক্তার না পাওয়া যায় তবে, বাংলাদেশ থেকে আগত যে সব ডাক্তার এখন মালদহে রয়েছেন, তাদের যেন সাময়িকভাবে নিয়ােগের অনুমতি তাঁকে দেওয়া হয়। এদিকে মালদহে টিউবয়েলের অভাবে শরণার্থীরা পানীয় জলকষ্টে রয়েছেন। টিউবওয়েলের জন্যও শ্রী দে রাজ্য সরকারের নিকট আবেদন জানিয়েছেন।
১৮ মে ‘৭১
Reference: ১৮ মে ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা