You dont have javascript enabled! Please enable it! 1956.06.23 | ৩০শে জুন আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সভা | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
২৩শে জুন ১৯৫৬
৩০শে জুন আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সভা

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবর রহমান জানাইয়াছেন যে, প্রাদেশিক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির মূলতবী বৈঠক আগামী ৩০শে জুন সকাল ৯টায় ৫৬ নং সিম্পসন রােডে পুনরায় অনুষ্ঠিত হইবে। জাতীয় পরিষদের সদস্য নির্বাচনের প্রশ্ন এই বৈঠকে আলােচিত হইবে না।