You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
৭ই জুলাই ১৯৫৬
শহরে ১৪৪ ধারা জারির নিন্দা
শেখ মজিবের বিবৃতি

ঢাকা শহরে ১৪৪ ধারা প্রবর্তনের নিন্দা করিয়া প্রাদেশিক আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মজিবর রহমান গতকল্য (শুক্রবার) এক বিবৃতি প্রসঙ্গে বলেনঃ আগামীকাল হইতে শহরে সভা ও শােভাযাত্রা নিষিদ্ধ করিয়া ১৪৪ ধারা প্রয়ােগের নিন্দা করার ভাষা খুঁজিয়া পাইতেছি না। সরকার মন্ত্রিসভার ইহা নবতম অগণতান্ত্রিক কীর্তি। সরকার জানিতেন যে, ওয়ার্কিং কমিটিতে গৃহীত প্রস্তাব অনুযায়ী আওয়ামী লীগ আগামী ৮ই জুলাই খাদ্যের দাবিতে শহরে এক সভা ও শােভাযাত্রা অনুষ্ঠানের সিদ্ধান্ত করিয়াছে।
এই ১৪৪ ধারা জারির যে কারণ দেখানাে হইয়াছে, তাহা অতীব ন্যক্কারজনক। কারণ, আওয়ামী লীগ পরিচালিত কোন সভা কিংবা শােভাযাত্রার ফলে কখনও শান্তি ভঙ্গ হয় নাই। আদেশটি স্পষ্টতই জনসাধারণের গণতান্ত্রিক অধিকারের খেলাপ। সরকার মন্ত্রিসভা খাদ্য সংক্রান্ত ব্যাপারে সকল অপকর্ম, কেলেঙ্কারী এবং দুর্নীতি ঢাকিবার জন্য প্রত্যহ মৃত্যুপথযাত্রী হাজার হাজার নিরন্ন জনসাধারণকে সাহায্য দানে। ব্যর্থ হইয়া এই কৌশলের আশ্রয় গ্রহণ করিয়াছেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!