দৈনিক ইত্তেফাক
৭ই জুলাই ১৯৫৬
অদ্য আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সভা
প্রাদেশিক আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মজিবর রহমান জানাইয়াছেন যে,সরকার কর্তৃক ১৪৪ ধারা জারির ফলে উদ্ভূত পরিস্থিতি এবং ৮ই জুলাই “খাদ্য দাবী দিবস” পালন সম্পর্কিত ঘােষণা বিবেচনার জন্য অদ্য (শনিবার) সন্ধ্যা ৭ টায় ঢাকাস্থ ৫৬ নং সিস্পসন রােডে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হইবে।