You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
১৩ই জুলাই ১৯৫৬
পূর্ব পাকিস্তানের খাদ্য সমস্যার প্রতি কেন্দ্রের উদাসীনতা
করাচীতে শেখ মজিবর রহমানের অভিযােগ

করাচী, ১২ই জুলাই।-পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জাতীয় পরিষদের সদস্য শেখ মজিবর রহমান পূর্ববঙ্গের খাদ্য পরিস্থিতি সম্পর্কে সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে বলেন, পূর্ব পাকিস্তানের দুর্ভিক্ষপীড়িত জনগণের প্রতি পশ্চিম পাকিস্তানের জনগণের নিষ্ক্রিয় মনােভাব এবং কেন্দ্রীয় সরকারের উদাসীনতা দেখিয়া আমরা বিস্মিত হইয়াছি। মানুষ যখন অনাহারে প্রাণত্যাগ করিতেছে মন্ত্রীরা তখন বিভিন্ন সম্মেলনে যােগদানের নামে বিদেশ ভ্রমণ করিতেছেন। এমনকি প্রধানমন্ত্রী জনাব মােহাম্মদ আলীও এই জরুরী মুহূর্তে বাহিরে রহিয়াছেন। জনাব রহমান বলেন, পূর্ব পাকিস্তানের এই সংকটকালে কেন্দ্রের খুব নগণ্য.. দরে বিক্রয় হইতেছে বলিলে এখানকার জনগণ উহা অবিশ্বাস করে। কারণ এখানে প্রতিমণ গম ১৪ টাকা দরে বিক্রয় হইয়া থাকে। জনাব রহমান বলেন,পূর্ব-পাকিস্তানের জনগণ কেন্দ্রীয় কর্তৃপক্ষের ব্যবহারে ক্রমশঃ হতাশ হইয়া পড়িতেছে। কেন্দ্রীয় সরকার বর্তমানে এখানে পশ্চিম পাকিস্তানের রাজনীতি লইয়া মাতিয়া রহিয়াছেন। সুতরাং এই সরকারকে খতম করার জন্য আমি পশ্চিম পাকিস্তানের জনগণের নিকট আবেদন জানাইতেছি।
জনাব রহমান এই বিবৃতির উপসংহারে পশ্চিম পাকিস্তানের দানশীল এবং বিত্তশালী জনগণকে পূর্ব পাকিস্তান সফর করিয়া তথাকার দুর্গত জনগণকে সাহায্য করার আবেদন জানান।-এ,পি,পি।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!