You dont have javascript enabled! Please enable it! 1956.05.24 | ৩১শে মের মধ্যে প্রাদেশিক মন্ত্রিসভার আয়ু সমাপ্ত হইবে -স্পীকারের রুলিং সম্পর্কে বিভিন্ন মহলের অভিমত | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
২৪শে মে ১৯৫৬
৩১শে মের মধ্যে প্রাদেশিক মন্ত্রিসভার আয়ু সমাপ্ত হইবে
স্পীকারের রুলিং সম্পর্কে বিভিন্ন মহলের অভিমত
যুক্তফ্রন্ট ও আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির সভায় পরিস্থিতি আলােচনা

(স্টাফ রিপাের্টার)
পূর্ব পাকিস্তান পরিষদে বাজেট পেশের প্রস্তাব অগ্রাহ্য হওয়ার ফলে বর্তমান মন্ত্রিসভার আয়ুষ্কাল ৩১শে মে পর্যন্ত নির্ধারিত হইয়াছে বলিয়া সরকার ও বিরােধী দলীয় মুখপাত্র অভিমত প্রকাশ করেন। যুক্তফ্রন্ট পার্লামেন্টারী পার্টির সভায় অবশ্য
স্পীকারের রুলিং-এর নিন্দা করিয়া প্রস্তাব গ্রহণ করা হয়। অপরপক্ষে আওয়ামী লীগ দলের তরফ হইতে বলা হয় যে, নয়া পরিস্থিতিতে গভর্ণরের আওয়ামী লীগকে মন্ত্রিসভা গঠনের আহবান জানান উচিত। কেননা আওয়ামী লীগসহ সরকার বিরােধী দলই পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করিয়াছে। জনাব মুজিবরের বিবৃতি বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শেখ মুজিবুর রহমান জানানঃ জনাব আতাউর রহমান খান পরিষদের অধিকাংশ সদস্যের আস্থাভাজন। এমতাবস্থায় জনাব সরকার ক্ষমতাসীন রহিলে তাহা গণতান্ত্রিক নীতি ও পদ্ধতি অস্বীকারের শামিল হইবে। তবে তিনি ৩১শে মে পর্যন্ত ক্ষমতাসীন থাকিতে পারেন। বর্তমান পরিস্থিতিতে গভর্ণরকে সার্টিফিকেট দ্বারা বাজেট অনুমােদন করাইতে হইবে। জনাব সরকার যদি মনে করেন যে, ইহার পর তাহাকেই মন্ত্রিসভা গঠন করিতে বলা হইবে, তাহা হইলে আমি শুধু ইহাই বলিব যে, গভর্ণর সর্বশক্তিমান নহেন। কারণ আমরাই সংখ্যাগরিষ্ঠতার অধিকারী এবং সমর্থক সদস্যদের স্বাক্ষর দ্বারা তাহার সত্যতা প্রমাণ করিব। গভর্ণরের বিরােধী দলীয় নেতা জনাব আতাউর রহমান খানকেই নয়া মন্ত্রিসভা গঠনের জন্য আহ্বান করা উচিত। কারণ সাম্প্রতিক খাদ্য সঙ্কটের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বেশীদিন চলিতে পারে না।