You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
২৪শে মে ১৯৫৬
৩১শে মে’র পর সরকার মন্ত্রিসভা ক্ষমতাসীন থাকিতে পারেন না
রুলিং-এর ফলে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে শেখ মজিবরের মন্তব্য

স্টাফ রিপাের্টার
গতকল্য (বুধবার) প্রাদেশিক পরিষদ ভবনে আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টি বৈঠকের পর পার্টির জেনারেল সেক্রেটারী জনাব শেখ মজিবর রহমান সাংবাদিকদের জানান যে, পরিষদ অধিবেশনে স্পীকারের রুলিং-এর দরুন বর্তমান অবস্থায় সরকার মন্ত্রিসভা ৩০শে মে তারিখের পর ক্ষমতায় বহাল থাকিতে পারেন না। কারণ আইনের দিক হইতে প্রাদেশিক গভর্ণরকে ১৯৩ ধারা জারি করিয়া ৩১শে মে। তারিখের মধ্যে বাজেট অনুমােদন করিতে হইবে। অপরপক্ষে মন্ত্রিসভা থাকা পর্যন্ত গভর্ণর বাজেট অনুমােদন করিতে পারেন না বিধায় সরকার মন্ত্রিসভাকে ক্ষমতা পরিত্যাগ করিতে হইবে। জনাব রহমান বলেন, নৈতিকতার দিক হইতেও সরকার। মন্ত্রিসভা গণতান্ত্রিক বিধান লংঘন করিয়া ক্ষমতায় থাকিতে পারেন না। জনাব রহমান আরও বলেন, বর্তমানে বিরােধী দলীয় সদস্যরা পরিষদে বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ রহিয়াছে এবং সংখ্যাগরিষ্ঠতা সম্পর্কে এম, এল, এদের সহি রহিয়াছে। সুতরাং পরিষদের বিরােধী দলীয় নেতা জনাব আতাউর রহমানকে অবিলম্বে মন্ত্রিসভা গঠনের জন্য গভর্ণরের আহ্বান করা উচিত।
আওয়ামী লীগ সেক্রেটারী বলেন, কোন অবস্থায় বর্তমান পরিস্থিতি অধিক দিন চলিতে দেওয়া উচিত নয়। কারণ দেশ আজ ভয়াবহ খাদ্য পরিস্থিতির মধ্যে রহিয়াছে। এবং দেশের সাড়ে চারকোটি লােকের মহান দায়িত্ব এই পরিষদ সদস্যদের উপর রহিয়াছে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!