দৈনিক ইত্তেফাক
৯ই মে ১৯৫৬
আওয়ামী লীগের উদ্যোগে জনসভা
১১ই মে পল্টন ময়দানে অনুষ্ঠান
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মজিবর রহমান সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে বলেন, “প্রদেশের শােচনীয় খাদ্য পরিস্থিতি সম্পর্কে আলােচনা করার জন্য আগামী ১১ই মে (শুক্রবার) বৈকাল ৩.৩০ মিনিটে পল্টন ময়দানে আওয়ামী লীগের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হইবে। আমি জনগণকে এই সভায় যােগদান করিয়া খাদ্য পরিস্থিতি সম্পর্কে সরকারের উদাসীন মনােভাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জ্ঞাপনের আহবান জানাইতেছি।