You dont have javascript enabled! Please enable it! 1956.05.15 | শেখ মুজিবের চট্টগ্রাম যাত্রা | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
১৫ই মে ১৯৫৬
শেখ মুজিবের চট্টগ্রাম যাত্রা

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মজিবর রহমান এবং জনাব জহিরুদ্দীন অদ্য (মঙ্গলবার) চট্টগ্রাম মেলযােগে চট্টগ্রাম যাত্রা করিবেন। তাহারা চট্টগ্রামে এক জনসভায় বক্তৃতা করিবেন। তাহারা আগামী ১৭ই মের মধ্যে ঢাকা প্রত্যাবর্তনের আশা রাখেন।
শেখ মজিবর রহমান পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেলা সম্পাদকগণকে নিজ নিজ জেলার খাদ্য শস্যের চাহিদার হিসাব প্রস্তুত করিয়া তাহাদের কর্মতৎপরতার অগ্রগতি, তাহাদের কর্তব্য পালনে যে সমস্ত স্থানীয় অসুবিধা ও সমস্যার সৃষ্টি হয়। তদসমুদয় সম্পর্কে একটি রিপাের্ট পেশ করার নির্দেশ দিয়াছেন।