You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
১৫ই জুন ১৯৫৬
জনসাধারণকে ৪৩ সালের মত অনাহারে মরিতে আমরা দিব না
খুলনার জনসভায় বক্তৃতা প্রসঙ্গে শেখ মজিবরের ঘােষণা

সংবাদদাতার তার
খুলনা, ১৩ই জুন। এখানকার মিউনিসিপ্যাল পার্কে অনুষ্ঠিত এক জনসভায় বক্তৃতা প্রসঙ্গে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সম্পাদক শেখ মজিবর রহমান বলেন, আমরা জনসাধারণকে ১৯৪৩ সালের ন্যায় অনাহারে তিলে তিলে মৃত্যুর দিকে অগ্রসর হইতে দিব না। তিনি বলেন,বর্তমান প্রাদেশিক মন্ত্রিসভা ও কেন্দ্রীয় মন্ত্রিসভা খাদ্য সমস্যা সমাধানে যে ব্যর্থতার পরিচয় দিয়াছেন, তাহা যদি অব্যাহত থাকে তাহা হইলে প্রদেশের অসংখ্য লােক অনাহারে মৃত্যুমুখে পতিত হইবে। প্রচার সম্পাদক জনাব আবদুল হাই, দেলদার আহমদ এম, পি, আবদুল জলীল এম, এল, এ; মমিনুদ্দীন আহমদ, আবদুল বারী ও জনাব নুরুল ইসলাম এই সভায় প্রদেশের খাদ্য সমস্যা সম্পর্কে বক্তৃতা করেন। অবিলম্বে পর্যাপ্ত পরিমাণে সরকারী সাহায্য ও খাদ্যদ্রব্য এবং পল্লী অঞ্চলে রেশনিং প্রবর্তনের দাবী জানাইয়া প্রস্তাব গৃহীত হয়। অপর একটি প্রস্তাবে সরকার মন্ত্রিসভার প্রতি অনাস্থা প্রস্তাব আনয়নের জন্যও সভায় প্রস্তাব গৃহীত হয়। গতকল্য জনাব মুজিবুর রহমান এখানে আগমন করেন। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কর্মীগণ রেলষ্টেশনে তাঁহাকে বিপুলভাবে সংবর্ধনা জ্ঞাপন করেন। দৌলতপুরের জনসাধারণ ও ছাত্রবৃন্দ তাঁহাকে মাল্যভূষিত করেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!