দৈনিক আজাদ
২রা ফেব্রুয়ারি ১৯৫৬
প্রতিরােধ দিবস প্রসঙ্গ
জনাব মুজিবর রহমান কর্তৃক পরিস্থিতি ব্যাখ্যা
করাচী, ১লা ফেব্রুয়ারী।- পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবর রহমান এম, সি, এ অদ্য নিম্নোক্ত বিবৃতি দিয়াছেনঃ
‘গত ২৯শে জানুয়ারী“প্রতিরােধ দিবস” পালন সম্পর্কে স্থানীয় সংবাদপত্রগুলিতে যে বিবরণী প্রকাশিত হইয়াছে তাহা পাঠ করিয়া আমি অত্যন্ত বিস্মিত হইলাম। এই সকল সংবাদে ২৯শে জানুয়ারী তারিখের “প্রতিরােধ দিবস” পালন সম্পর্কে যথেষ্ট বিভ্রান্তি সৃষ্টি করা হইয়াছে।
প্রায় ১৫ দিন পূৰ্ব্বে মওলানা ভাসানী এই দিবস পালনের কথা ঘােষণা করেন এবং এই সম্পর্কে প্রস্তুতিমূলক কাৰ্য্য যখন অনেক দূর অগ্রসর হইয়া গিয়াছে, তখন কিছু সংখ্যক লােক ভারতে এক শ্রেণীর সংবাদপত্র কর্তৃক হজরত মােহাম্মদ সম্পর্কে অবমাননাকর ভাষা ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপনের তারিখ হিসাবে উক্ত দিনটিকেই বাছিয়া লন। হজরত মােহাম্মদের প্রতি এইরূপ জঘন্য আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপন সম্পর্কিত এইরূপ একটি সভার প্রতি আমাদের অবশ্য পূর্ণ সমর্থন ও সহানুভূতি ছিল। কিন্তু এই উদ্দেশ্যে তারিখ ও সময় নির্ধারণের ব্যাপার দেখিয়াই আমাদের মনে গভীর সন্দেহ জাগে। কারণ, কিছু সংখ্যক লােক যে জনসাধারণের মনােভাবের সুযােগ লইয়া আমাদের উদ্দেশ্য পণ্ড করিয়া দেওয়ার চেষ্টা করিয়া থাকে, এইরূপ অভিজ্ঞতা অতীতেও আমরা লাভ করিয়াছি।- এ, পি, পি